জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ১০ বছরেও ক্লাসরুম আইন অনুষদ

আগের সংবাদ

প্রতিযোগিতার বাজারে ডলার : দাম নিয়ন্ত্রণ থেকে পিছু হটল কেন্দ্রীয় ব্যাংক > টাকার মান কমল ৯০ পয়সা

পরের সংবাদ

গৃহহীন পুনর্বাসনসংক্রান্ত মতবিনিময় সভা

প্রকাশিত: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ মোহাম্মদ ফিজনূর রহমানের আগমন উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহনির্মাণ ও গৃহহীন পরিবার পুনর্বাসনসংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মাৎ রেখা পারভীন, উপজেলা প্রকৌশলী মো. রাশেদ ইকবাল, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. রাফিউল আলম মিন্টু, ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ প্রমুখ।

মতবিনিময় সভায় মো. ফিজনূর রহমান উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সুধীজনদের মতামত শোনেন এবং আশ্রয়ন প্রকল্পসংক্রান্ত সবার উদ্দেশে দিকনিদের্শনামূলক বক্তব্য দেন। এরপর তিনি উপজেলার দাদপুর ইউনিয়নে নির্মিত এবং চলমান আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়