সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেড : বড় মুনাফা এনেছিলেন আতাউর রহমান প্রধান

আগের সংবাদ

ভরা মৌসুমেও চালে অস্থিরতা : খুচরা বাজারে মোটা চাল ৫০ টাকা, পিছিয়ে নেই সরু চালও > কুষ্টিয়া ও নওগাঁয় বাড়ছে দাম

পরের সংবাদ

ভোরের কাগজের বিরুদ্ধে মামলা : সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড়

প্রকাশিত: মে ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : মুক্ত প্রাণের প্রতিধ্বনি দেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক ভোরের কাগজে মাদক কারবারির তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের জেরে পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মুহম্মদ রুহুল আমিন ও কুমিল্লার কাগজ প্রতিবেদক এম ফিরোজ মিয়ার বিরুদ্ধে কুমিল্লা জজ আদালতে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার সারাদেশে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-
বাউফল (পটুয়াখালী) : বাউফল প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন করা হয়। বাউফল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে ভোরের কাগজের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা অবিলম্বে নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাউফল প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনকণ্ঠের বাউফল সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু, সংবাদ প্রতিদিনের বাউফল প্রতিনিধি প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, অবজারভারের বাউফল প্রতিনিধি আরেফিন সহিদ, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য নয়া দিগন্তের বাউফল প্রতিনিধি আসাদুজ্জামান সোহাগ, বাউফল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য প্রথম আলোর বাউফল প্রতিনিধি এ বি এম মিজানুর রহমান, দৈনিক জনতার বাউফল প্রতিনিধি জহিরুল হক ভূঁইয়া এবং ভোরের কাগজের বাউফল প্রতিনিধি বাউফল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল প্রমুখ।
ভোরের কাগজের বাউফল প্রতিনিধি অতুল চন্দ্র পাল তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০১৮ সালের ৯ জানুযারি দেশের শীর্ষ স্থানীয় মাদক কারবারিদের একটি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের নাম শীর্ষে রয়েছে। কুমিল্লার কাগজ প্রতিবেদক এম ফিরোজ ১৫ মে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কাণ্ডারি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করলে রিফাত ১৭ মে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত-১ এ ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেন। অতুল চন্দ্র পাল ওই মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ করে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি করেন। মানববন্ধনে বাউফলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
কলাপাড়া (পটুয়াখালী) : ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মানহানি মামলার প্রতিবাদ জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনের সড়কে মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এইচ আর মুক্তার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি মো. হুমায়ূন কবির, সাবেক সভাপতি মো. শামসুল আলম, মেজবাহ উদ্দিন মান্নু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি এস কে রঞ্জন, রিপোর্টার্স ক্লাবের সদস্য ইমন আল আহসান প্রমুখ। বক্তারা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সাংবাদিকরা। প্রতিবাদ সভা সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক রাসেল মোল্লা।
এ সময় কলাপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ

সম্পাদক ও ভোরের কাগজের প্রতিনিধি আনোয়ার হোসেন আনু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কলাপাড়া প্রতিনিধি উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. নাহিদুল হক, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. আরিফ সিকদার, মহিপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রুমী শরীফ, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রেস ক্লাব চত্বর সড়কে ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি মো. ইকরামুল সিকদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাব আহ্বায়ক আজাদ হোসেন বাচ্চু, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সমকাল প্রতিনিধি আহসানুল হক ছগির, আমাদের সময় প্রতিনিধি মারুফুল ইসলাম, ঢাকা প্রতিদিন প্রতিনিধি মো. সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন সাংবাদিক মো. মনিরুজ্জামান, হাফিজুর রহমান, মেহেদী হাসান, কে এম শামীম, রাকিবুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, মাদকবিরোধী অভিযানের আগে ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শীর্ষ মাদক কারবারি ও এর পৃষ্ঠপোষকদের একটি তালিকা তৈরি করা হয়। ওই তালিকায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের নাম রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে গত ১৫ মে ভোরের কাগজে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কাণ্ডারি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এর জের ধরেই মিথ্যা মানহানির মামলা করেছেন রিফাত।
পাবনা : ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন ও জ্যেষ্ঠ প্রতিবেদক রুহুল আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে বিবৃতি দিয়েছেন পাবনায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন পাবনা প্রেস ক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ইলেক্ট্রনিক্স মিডিয়া এসোসিয়েশনের সভাপতি রাজিউর রহমান রুমীসহ পাবনার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
বিবৃতিতে তারা বলেন, অসা¤প্রদায়িক চেতনায় এগিয়ে যাওয়া মুক্ত চিন্তার দৈনিক ভোরের কাগজের কণ্ঠরোধ করার জন্য কুমিল্লার আদালতে যে মানহানি মামলা করা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়