করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বেইজিংয়ে ফের স্কুল বন্ধ

আগের সংবাদ

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ১৯ দফা নির্দেশনা : ঝুঁকি মোকাবিলায় নজরদারিতে চাকরিচ্যুত পুলিশরা

পরের সংবাদ

দিও না ভাইফোঁটা

প্রকাশিত: মে ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

যমুনা যমকে ফোঁটা দেয় ভালোবেসে।
আমার কি কোনো বোন নেই আজ
শুভক্ষণে ভাইফোঁটা পরাবে কপালে?

আমার হৃদয় নিয়ে উড়ে যাও যমদূত
তোমার দীঘল অমর পাখায়,
সে যেন বা হয় কোনো এক হেমন্ত-সন্ধ্যায়।

পৃথিবী ভীষণ আর্তনাদ করছে আজ
যমুনার জলে স্নান করে অমর হওয়া
তাই সাজে না আমায়।
আমি সেই বোনের সিঁদুর মুছে দেয়া
দুর্বৃত্ত-সন্তান।

প্রতিমা পুড়িয়ে আমি আনন্দে বিহারি।
প্রতিমা কী যমুনার বোন চায় দীর্ঘায়ু আমার?
দ্বিতীয়া তিথির শুক্লপক্ষে ভাইদুজ দিয়ে যাবে?
তবে তাই দাও।
দক্ষিণ দুয়ারে বসে আছি আমি অশুভ শংকায়।

আম-পাতায় কাজল সাজিয়ে ডেকো না আমায়
চন্দন কাঠের গুঁড়ো আর শঙ্খ বাজিয়ে দিওনা এঁকে
আঙুলে তোমার ভ্রƒ-যুগল।
দিও না ধান-দূর্বা।
নিয়ত যমুনা জলে স্নান করে শুদ্ধ হবো পরিণত
সে আমি নই- নরকাসুর।
নরক-যাতনা থেকে মুক্তি দাও তমসা রাত্তিরে
হে, সুভদ্রা বোনটি আমার
কেবলই পোড়াব তোকে সতীর চিতায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়