সেমিনারে সেলিনা হোসেন : বাংলা ভাষার ঐতিহ্য রক্ষার্থে শুদ্ধ চর্চা করতে হবে

আগের সংবাদ

আউয়ালের নেতৃত্বে নতুন ইসি : চার নির্বাচন কমিশনার- রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মোহম্মদ আলমগীর ও আনিছুর রহমান > শপথ আজ

পরের সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনা ও ধর্মীয় স্থানে শুটিংয়ের বিধি চান ফারুকী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, ধর্মীয় স্থাপনা ও আচারের সৌন্দর্য সিনেমা বা নির্মাণে তুলে ধরা যায় না বলেই দাবি চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর। নিরাপত্তা বা পবিত্রতার দোহাই দিয়ে এমন জায়গাগুলোতে দৃশ্যধারণ করতে দেয়া হয় না বলে মনে করেন ফারুকী। ফারুকীর মতে, ‘প্রার্থনার সুন্দর ও পবিত্র জায়গার ছবি তুলে প্রচারের মাধ্যমে সেটার সৌন্দর্য কমে না, পবিত্রতাও কমে না, বরং অনেকের কাছে সে সৌন্দর্য পৌঁছানোর একটা রাস্তা হয়। সংসদ ভবন বা এই রকম বিশেষ স্থাপনার ছবি তুলে প্রচারের মাধ্যমে এর নিরাপত্তা বিঘিœত হয় না। আজকাল গুগল ম্যাপেই সব টার্গেট দেখা যায়। শুটিংয়ের ফুটেজ থেকে ছবি নিয়ে নিরাপত্তার প্রতি হুমকি তৈরি করতে হয় না।’
তাই সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ এবং দেশের আইকনিক স্থাপনা বা বাইতুল মোকাররমে ধর্মীয় আচারের সুন্দর ফুটেজ নেয়ার সুযোগ পেতে ফিল্ম কমিশন এবং লোকেশন সার্ভিস ডেস্ক চালুর দাবি করেছেন ফারুকী। গত বৃহস্পতিবার রাতে পরিচালক তার ভেরিফায়েড ফেসবুকে বিষয়টির প্রয়োজনীয়তা ও নিরাপত্তা নিয়েও লিখেছেন বিস্তারিত। ফারুকী লেখেন, ‘সারা দুনিয়ার পত্রিকায় এবং আপনার নিউজফিডে এত এত বার অস্ট্রেলিয়ার অপেরা হাউস আর হারবার ব্রিজের ছবি ছাপা হয়েছে এবং হচ্ছে যে আপনার মাথায় এটা গেঁথে যাচ্ছে। এখন একবার ভাবেন, অস্ট্রেলিয়া সরকার যদি আইন করে এই সব জায়গায় ছবি তোলা যাবে না বা শুটিং করা যাবে না, তাহলে কিন্তু আর এই ইমেজটা আপনার মাথায় গাঁথত না। এটা ইমেজের ম্যাজিক। ‘আমাদের একটা সংসদ ভবন আছে। যেটা সারা পৃথিবীতে একটা আইকনিক স্ট্রাকচার হিসেবে আমরা হাজির করতে পারতাম। কিন্তু আপনি সেখানে শুট করতে পারবেন না কারণ সেটা কেপিআই জোন। বিশেষ অনুমতি নিয়ে শুট করা সম্ভব যেটা অনেকের পক্ষেই পাওয়া কঠিন। তাই বলি, আপনি আপনার দেশের সেরা জায়গাগুলোতে যদি শুট না করতে দেন, তাহলে তো আপনার আফসোস করা উচিত না যে ‘তোমরা বাংলাদেশকে প্রপারলি দেখাও না’। এসব কথা বলার কারণও ব্যাখ্যা করেছেন ফারুকী। তিনি বলেন, ‘দয়া করে শুটিংয়ের জন্য সবকিছু উন্মুক্ত করে দেন। একটা ফিল্ম কমিশন গঠন করেন যেখানে লোকেশন সার্ভিস ডেস্ক থাকবে। যার যেখানে শুট করা প্রয়োজন, সেটা উল্লেখ করে ওই কমিশনে আবেদন করবে। সঙ্গে নির্ধারিত ফি-ও জমা দেবে এবং তিন কার্যদিবসের মধ্যে তাদের অনুমতি দিয়ে দেয়া হবে।’
:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়