তথ্যমন্ত্রী : টিআইয়ের রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যে

আগের সংবাদ

নীরব মহামারি অসংক্রামক রোগ

পরের সংবাদ

কিবরিয়া হত্যার বিচার শেষ হয়নি ১৭ বছরেও

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শফিকুল আলম চৌধুরী, হবিগঞ্জ থেকে : সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শাহ এ এম এস কিবরিয়ার হত্যার বিচারকাজ দীর্ঘ ১৭ বছরেও শেষ হয়নি। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার ১৭৩ জন সাক্ষীর মধ্যে মাত্র ৪৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্ভব হয়েছে। এদিকে শাহ এ এম এস কিবরিয়ার তনয় ড. রেজা কিবরিয়া জানান, তার বাবার হত্যা মামলার ৩টি চার্জশিটই তারা প্রত্যাখ্যান করেন। তিনি আরো জানান, সময় আসছে তার বাবাসহ সব গুম ও হত্যার বিচার হবে।
গতকাল ২৭ জানুয়ারি ছিল সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১৭তম শাহাদতবার্ষিকী। ২০০৫ সালের ওই দিনে তিনি জেলার হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে ঈদ-পরবর্তী জনসভায় গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত হন। শাহ এ এম এস কিবরিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে কিবরিয়া স্মৃতি পরিষদ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। গতকাল সকালে বৈদ্যেরবাজার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় শহরের আরডি হল প্রাঙ্গণে স্থাপিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত, শীতবস্ত্র বিতরণ, শোকর‌্যালি, মানববন্ধন, চিত্র প্রদর্শনী করা হয়েছে। এছাড়াও পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৈদ্যেরবাজার ট্র্যাজিডি ঘটনায় সেদিন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ তার ভাতিজা শাহ মঞ্জরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী প্রাণ হারান। সাবেক জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ আবু জাহিরসহ অর্ধশতাধিক লোক আহত হন। ১৭ বছরেও এর সুষ্ঠু বিচার না পাওয়ায় চরম হতাশাবোধ করছেন হবিগঞ্জবাসী। আওয়ামী লীগ আমলে কিবরিয়া হত্যার বিচারকাজ সম্পন্ন না হলে কোনো দিনই এর সুষ্ঠু বিচার হবে না বলে ধারণা করছেন বিচার প্রার্থীসহ সাধারণ মানুষ।
মামলার আসামিরা বিভিন্ন কারাগারে থাকায় এবং সাক্ষীরা উপস্থিত না হওয়ায় মামলার বিচারে বিলম্ব হচ্ছে বলে জানান, সিলেটের পিপি এডভোকেট সারোয়ার আহমেদ আব্দাল।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের বিচারে বিলম্ব হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন মামলার বাদী তৎকালীন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান জাতীয় পরিষদ সদস্য এডভোকেট আলহাজ আব্দুল মজিদ খান। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে তার দায়েরকৃত মামলাগুলোর যথারীতি বিচার সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। ৩ দফা চার্জশিট দেয়ার পর হত্যা ও বিস্ফোরক মামলা ২টি সিলেট দ্রুত বিচার আদালতে বিচারাধীন রয়েছে। সাক্ষীদের রাষ্ট্রপক্ষ যথাসময়ে উপস্থিত না করতে পারায় থমকে আছে মামলার বিচারকাজ। উভয় মামলায় ১৭৩ জন সাক্ষী থাকলেও হত্যা মামলায় ৪৪ জনের সাক্ষ্য দেয়া হলেও বিস্ফোরক মামলায় সাক্ষ্য প্রদান আরো কম হয়েছে বলে জানা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়