সেশনজট নিরসনে গ্রীষ্মকালীন ছুটি কমাল ঢাবি

আগের সংবাদ

কী নির্দেশনা পেলেন ডিসিরা : জনগণের সেবক হতে হবে > খাদ্য নিরাপত্তা-বাজার স্থিতিশীল রাখা > সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ প্রতিরোধ

পরের সংবাদ

ইউনিয়ন পরিষদ নির্বাচন : তাহিরপুরে চেয়ারম্যান পদে জামাই-শ্বশুরের লড়াই

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নে চেয়্যারম্যান পদে জামাই-শ্বশুরের প্রতিদ্ব›িদ্বতা নিয়ে এলাকায় আলোচনার ঝড় উঠেছে। বিএনপি কিংবা অন্যান্য দলের প্রার্থীরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন ইউনিয়নে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নির্বাচনে অংশগ্রহণকারী মেয়ে জামাই ইসলামী ঐক্যজোট নেতা খাইরুল বাশার। শ্বশুর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য সামছুল হক। শ্বশুর সামছুল হক ইউনিয়নের কলাগাঁও গ্রামের ও জামাই খাইরুল বাশার পার্শ্ববর্তী চারাগাঁও গ্রামের। নির্বাচনে জামাই-শ্বশুরের প্রতিদ্ব›িদ্বতার বিষয়টি ইউনিয়ন ছাড়িয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার বিষয় হয়ে উঠেছে। ভোটের মাঠে জামাই-শ্বশুর কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইসলামী ঐক্যজোট নেতা খাইরুল বাশার বলেন, ইউনিয়নের সাধারণ ভোটাররা আমার সঙ্গে আছেন। আমার মাঠের অবস্থা খুবই ভালো।
শ্বশুর সামছুল হক বলেন, ভোটাররা যাকে যোগ্য বা উপযুক্ত মনে করবেন তাকেই ভোট দেবেন। জামাই নির্বাচন করছেন, এতে আমার ভোটে কোনো প্রভাব পড়বে না। জামাই এর আগেও দুবার নির্বাচন করেছেন। নির্বাচনে তিনি শ’তিনেক ভোট পেয়েছিলেন। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ১৪ বছর ইউনিয়ন পরিষদে ছিলাম। আশা রাখি এবারো জনগণ আমাকে ভোট দিয়ে তাদের পাশে রাখবে।

উত্তর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. হাসান উদ-দৌলা বলেন, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আপন মেয়ে জামাই ও শ্বশুর আছেন বলে জানতে পেরেছি। আগামী ২২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর পর জানা যাবে কতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়