সিদ্ধান্ত পরিবর্তন : শতভাগ যাত্রী নিয়ে চলবে গণপরিবহন

আগের সংবাদ

উৎসব-উৎকণ্ঠার ভোট আজ : সবার দৃষ্টি নারায়ণগঞ্জে > আইভী-তৈমূরের লড়াইয়ে বাড়তি মাত্রা শামীম ওসমান

পরের সংবাদ

খন্দকার শাহ্ আলম : সহনীয় পর্যায়ে থাকতে হবে কর

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম বলেছেন, কর থাকতে হবে সহনীয় পর্যায়ে। দেশের অন্য সব সিটি করপোরেশন যেমন চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর সঙ্গে সামঞ্জস্য রেখে কর নির্ধারণ করতে হবে। অতি মাত্রায় কর নির্ধারণ করা ঠিক নয় জানিয়ে তিনি বলেন, যানজট, হকার ও মাদকমুক্ত শহর সবার প্রত্যাশা। যেখানে ওয়াসার পক্ষ থেকে নগরবাসীর জন্য পরিশোধিত ভালো মানের পানি সরবরাহ করা হবে। বিভিন্ন কর ও ট্রেড লাইসেন্সের ফি বিষয়ে ব্যবসায়ীদের যাতে কোনো ধরনের জটিলতায় পড়তে না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসামূলক কাদা ছোড়াছুড়ি নগরবাসী আশা করে না। সবাই চায় নিরাপদ ও বাসযোগ্য শহর। গত ১০ বছরে আশা অনুযায়ী উন্নয়ন হয়নি। আগামীর যিনি মেয়র নির্বাচিত হবেন, তিনি নগরবাসী প্রত্যাশা পূরণ করবেন বলে আশা প্রকাশ করেন এ সাংবাদিক নেতা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়