মেয়র প্রার্থীদের সর্বোচ্চ ব্যয়সীমা ২১ লাখ টাকা : নাসিক নির্বাচন

আগের সংবাদ

নতুন কারিকুলাম নিয়ে তালগোল : কাজ চলছে এনজিওর প্রেসক্রিপশনে > কমিটি থেকে ৪ বিশেষজ্ঞের পদত্যাগ > বই ছাপা হয়নি তবু পাইলটিং

পরের সংবাদ

সাভারে ১২ ঘণ্টার ব্যবধানে দুটি মৃত ডলফিন উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মো. আজিম উদ্দিন, সাভার (ঢাকা) থেকে : সাভারের আশুলিয়ায় তুরাগ নদে ১২ ঘণ্টার ব্যবধানে দুটি মৃত ডলফিন উদ্ধার হয়েছে। রবিবার একটি মৃত ডলফিন (শুশুক) ভেসে ওঠার ১২ ঘণ্টা পর গতকাল সোমবার আরেকটি মৃত ডলফিন পাওয়া গেছে।
এবারের মৃত শুশুকটির ওজন প্রায় ৫ মণ। সোমবার দুপুরে তুরাগ নদের আশুলিয়া ফেলাঘাট এলাকায় মৃত শুশুকটি দেখতে পেয়ে তীরে উঠিয়ে আনেন স্থানীয়রা। আগের দিন রবিবার বিকালে তুরাগ নদের আশুলিয়া বাজার ঘাট এলাকায় ভাসমান মৃত ৫ ফুট লম্বা ও ৩ মণ ওজনের শুশুকটি তীরে উঠিয়ে আনেন জেলেরা।
স্থানীয় বাসিন্দা দুরুল হুদা, আমিনুরসহ কয়েকজন জানান, রবিবার বিকালে তুরাগ নদের আশুলিয়া বাজার ঘাটে মাছ ধরছিলেন কিছু জেলে। এ সময় বিশাল আকারের ডলফিনটিকে মৃত ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে জালের মাধ্যমে ডলফিনটি তীরে তুলে আনা হয়। এরপর সোমবার দুপুরে তুরাগ নদে আশুলিয়ার ফেলাঘাট এলাকায় মৃত আরেকটি শুশুক ভাসতে দেখেন স্থানীয়রা। পরে আমরা জেলেদের সহায়তায় শুশুকটি তীরে উঠিয়ে আনি।
সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম সরকার বলেন, গতকাল পাওয়া মৃত শুশুকটির ছবি দেখে বুঝেছি, এটা গ্যাংগিজ ডলফিন বা বাংলায় হলো গাঙের শুশুক। একটা সময়ে পদ্মা ও যমুনা নদীতে এর অভয়াশ্রম ছিল। মূলত এরা স্তন্যপায়ী জাতীয় প্রাণী। তবে এই অঞ্চলে গত ১০-১৫ বছরের মধ্যে এ রকমের শুশুক দেখা যায়নি বা শোনা যায়নি। শুশুকটি আমাদের সংরক্ষণে আছে। আমরা শুশকটিকে গবেষকের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। তিনি আরো বলেন, আমরা নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় ওখানে যেতে পারছি না। তবে জাবির ওই গবেষক ওখানে যাবেন। তার মাধ্যমেই কেন মৃত শুশুক তুরাগে ভেসে উঠছে সেই কারণ জানার চেষ্টা করছি। বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি আমরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়