ওয়ারী থেকে উদ্ধার : মারা গেল সেই নবজাতকটি

আগের সংবাদ

বিদ্রোহের ভারেই নৌকাডুবি

পরের সংবাদ

অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা : ধরন বদলালেও বাঁচার পথ একই

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা মনে করেন, কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রন নিয়ে বাংলাদেশের আলাদাভাবে নতুন করে সতর্ক হওয়ার কিছু নেই। তিনি বলেন, এখন পর্যন্ত প্রাথমিক যে ধারণা পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে নতুন এই ধরনটির ছড়ানোর ক্ষমতা ও তীব্রতা আরো বাড়তে পারে। যত দিন মহামারি এই বিশ্বে থাকবে তত দিন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে জনসমাগম এড়িয়ে চলতে হবে। যে কোনো ধরনের ক্ষেত্রেই এই সতর্কতা জরুরি। ধরন বদলালেও তার থেকে বাঁচার উপায় ও ট্রিটমেন্ট প্রটোকল কিন্তু একই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়