জাবির ভর্তি পরীক্ষা : প্রক্সি দিতে গিয়ে বুয়েট শিক্ষার্থী কারাগারে

আগের সংবাদ

এশিয়ান আর্চারিতে পদক খরা ঘোচাল বাংলাদেশ

পরের সংবাদ

মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া উৎসব ‘মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২১’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএসপিএর সহসভাপতি পরাগ আরমান, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম, সদস্য সচিব রাশিদা আফজালুন নেসা প্রমুখ। এদিন অনুষ্ঠানের শুরুতে ওয়ালটনের পক্ষ থেকে বিএসপিএর সিনিয়র সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধান অতিথি। এবারের আয়োজনে ৮টি ডিসিপ্লিনের ১০ ইভেন্টে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়ে বিএসপিএর বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২১ (আব্দুল মান্নান লাডু ট্রফি) মনোনীত হয়েছেন সুদীপ্ত আহমদ আনন্দ। প্রথম রানারআপ হয়েছেন মাহমুদুন্নবী চঞ্চল ও দ্বিতীয় রানারআপ হয়েছেন মো. কবিরুল ইসলাম।
পুরস্কার বিতরণী শেষে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের সমাপ্তি হয় ঐহিত্যবাহী মেজবান আয়োজনের মধ্য দিয়ে।
পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিএসপিএ সদস্য জাহিদ মুনীর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়