কক্সবাজার : জহিরুল হত্যার ঘটনায় শিবির নেতা গ্রেপ্তার

আগের সংবাদ

‘ভয়কে জয়’ করেছেন এসএসসি পরীক্ষার্থীরা

পরের সংবাদ

বিদ্রোহীর ওপর হামলা : নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কাদির হাওলাদারের ওপর হামলা চালানোর দায়ে নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দ্বীন ইসলামসহ ১৮ জনের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। মারপিট করার অপরাধে গতকাল শনিবার সকালে টঙ্গীবাড়ী থানায় কাদির হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করেন। কাদির হাওলাদার জানান, ১২ নভেম্বর উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী এলাকা ফজুশাহ বাজারে বিকাল সাড়ে ৪টায় পথসভা করাকালীন নৌকা প্রতীকের প্রার্থী দ্বীন ইসলাম তার দলবল নিয়ে আমার কর্মীদের লাঠিপেটা করে ৪টি প্রাইভেট কার ৪টি অটোরিকশা ভাঙচুরসহ ১০ জন কর্মীকে আহত করে। ঘটনাস্থল থেকে টঙ্গীবাড়ী থানা পুলিশ আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দ্বীন ইসলাম জানান, প্রথমে কাদিরের লোক আমার লোকের ওপর হামলা করেছিল। আমি কাউরে মারধর করিনি। টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান, আড়িয়াল ইউনিয়নের ফজুশাহ বাজারে মারামারির ঘটনায় কাদির হাওলাদার নামক ব্যাক্তির অভিযোগে মামলা নিয়েছি অপর পক্ষ কোনো অভিযোগ করেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়