দেয়াল চাপায় শিশুর মৃত্যু : কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস

আগের সংবাদ

বিজয়ী বিদ্রোহীদের ভাগ্যে কী আছে : সিদ্ধান্ত অমান্যকারীরা সাময়িক বহিষ্কার > ১৯ নভেম্বর আ.লীগের সভায় আসতে পারে নতুন সিদ্ধান্ত

পরের সংবাদ

লালমনিরহাট : বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মালগাড়া বালাটারী এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে ম. ভাসানী (৪৫) এবং একই ইউনিয়নের ময়নার চওড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪৪)। দুইজনের মরদেহই ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে।
গোড়ল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে বুড়িরহাট বিওপির অধীন ৯১৭ নম্বর মেইন পিলার এলাকার ৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ভারতে গরু আনতে যান ইদ্রিস ও ভাসানীসহ ৭-৮ জনের একটি দল। এ সময় ভারতীয় কোচবিহার ৭৫-বিএসএফ ব্যাটালিয়নের সাতভান্ডারিয়া ক্যাম্পের টহল দলের সদস্যদের গুলিতে দুইজন নিহত হন। অন্যরা পালিয়ে আসে।
ভারতীয় সীমান্তবাসী মরদেহ পড়ে থাকতে দেখে ছবি তুলে বাংলাদেশি সীমান্তবাসীকে পাঠালে তাদের পরিচয় শনাক্ত হয়। এ প্রতিবেদন লেখার সময় মরদেহ ২টি সীমান্তের প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে পড়ে থাকতে দেখা যায়। গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে নিহত দুইজনের মরদেহ সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে। আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছেন। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি।
এ বিষয়ে বুড়িরহাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার কামাল হোসেন জানান, দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়