দেয়াল চাপায় শিশুর মৃত্যু : কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস

আগের সংবাদ

বিজয়ী বিদ্রোহীদের ভাগ্যে কী আছে : সিদ্ধান্ত অমান্যকারীরা সাময়িক বহিষ্কার > ১৯ নভেম্বর আ.লীগের সভায় আসতে পারে নতুন সিদ্ধান্ত

পরের সংবাদ

কালীগঞ্জে ৩২৫ নারী পেলেন সনদ

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জে নারীর ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণের সমাপনী দিনে স্থানীয় ৩২৫ জন শিক্ষার্থী প্রশিক্ষিত নারীর হাতে প্রশিক্ষণের সনদ ও ভাতার অর্থ তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর একযোগে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সেন্ট মেরিস বালিকা উচ্চ বিদ্যালয় ও রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ে ৩টি ভেন্যুতে সমন্বয়কারী রনি হায়দার সুমন ও মো. সাদিকুর রহমানের তত্ত্বাবধানে সার্বক্ষণিক ৬ জন প্রশিক্ষক দ্বারা তথ্যপ্রযুক্তি বিষয়ের ওপর স্থানীয় ৩২৫ জন বেকার নারীকে প্রশিক্ষিত করা হয়। প্রশিক্ষণের শেষ দিনে অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় প্রশিক্ষিত নারীদের হাতে প্রশিক্ষণ সনদ ও ভাতা হিসেবে ২ হাজার ৬০০ টাকা করে ভাতা দেয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সালাউদ্দিন, কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধূরী, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন, নাগরী ইউপি চেয়ারম্যান অলিউল ইসলাম অলি প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় নৃত্য ও সংগীত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
পরিবেশিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়