ভ্রমণ ভিসায় ৫০০ জনকে দুবাই পাচার, গ্রেপ্তার ৮

আগের সংবাদ

কপ-২৬ : জলবায়ু বিপর্যয় রোধ > গরিব দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড দেবে ব্রিটেন

পরের সংবাদ

জেলা প্রশাসক : ক্ষেতলালের দুই ইউপিতে নির্বাচন হবে নিরপেক্ষ

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : আগামী ১১ নভেম্বর ক্ষেতলাল উপজেলার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের আশ্বস্ত করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম। গতকাল রবিবার নির্বাচন উপলক্ষে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের পরিচয়
শুধুই প্রার্থী।
কে কোন দলের, তা বিবেচ্য নয়। কোনো পেশিশক্তি বরদাশত করা হবে না। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সরকারি প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে যাবে।
দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে উপজেলার দুই ইউনিয়ন আলমপুর ও মামুদপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান ও সাধারণ এবং সংরক্ষিত মহিলা প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা।
এছাড়া বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছার রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়