ভ্রমণ ভিসায় ৫০০ জনকে দুবাই পাচার, গ্রেপ্তার ৮

আগের সংবাদ

কপ-২৬ : জলবায়ু বিপর্যয় রোধ > গরিব দেশগুলোকে ২৯ কোটি পাউন্ড দেবে ব্রিটেন

পরের সংবাদ

ইউপি চেয়ারম্যান প্রার্থী কারাগারে

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি : সেনবাগ উপজেলা থেকে পুলিশ এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম কামাল উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামের জয়নাল আবেদীন হাজারীর ছেলে। শনিবার জ্যেষ্ঠ বিচারক নবনীতা গুহর আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুক্রবার বিকালে উপজেলার কানকিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ডমুরুয়া ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা না করলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সেনবাগ থানায় ২০১৯ সালের একটি মারামারি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানায় তাকে গ্রেপ্তার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়