এএসপি আনিসুল হত্যা মামলার আসামির মৃত্যু

আগের সংবাদ

ভাড়া বাড়ানো কতটা যৌক্তিক

পরের সংবাদ

আফগান-নিউজিল্যান্ড ম্যাচে সবার নজর আজ

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ নিজেদের শেষ ম্যাচে আবুধাবিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। এই ম্যাচ ঘিরে ক্রিকেট অনুরাগীদের আগ্রহের শেষ নেই। মোদ্দা কথা আজ সবার নজর এ ম্যাচ ঘিরে।
কিউইরা জিতলে নিশ্চিতভাবে পৌঁছে যাবে চলতি আসরের সেমিফাইনালে। অন্যদিকে কিউইরা হারলে শেষ চারের ভাগ্য খুলে যাবে ভারতের। সম্ভাবনা থাকবে আফগানিস্তানের। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত পরস্পরের মুখোমুখি হয়নি আফগানিস্তান ও নিউজিল্যান্ড। শুধু বিশ্বকাপ নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেও হয়নি তাদের দেখা। ম্যাচের পরিসংখ্যানে হয়তো কোনো দলকে এগিয়ে রাখা যাচ্ছে না। তবে সাম্প্রতিক সময়ে ক্রিকেট পরাশক্তির দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ড একটি। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও কিউইদের অবস্থান সেরা চারে। আর আফগানিস্তানের অবস্থান সাতে। অভিজ্ঞতায়ও নিউজিল্যান্ড বেশ এগিয়ে আফগানিস্তানের তুলনায়।
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন পরাশক্তি আফগানিস্তান। বড় বড় দলগুলোতে হারানোর ক্ষমতা রয়েছে আফগাদের। সুপার টুয়েলভে স্কটল্যান্ডকে ১৩০ রানের বড়

ব্যবধানে হারানোর পর পাকিস্তানকেও প্রায় রুখে দিয়েছিল রশিদ, মুজিবরা। পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে হারলেও, তৃতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে তুলে নেয় ৬২ রানের জয়। পরের ম্যাচে অবশ্য ভারতের বিপক্ষে নাস্তানাবুদ হয়ে হারে ৬৬ রানের বড় ব্যবধানে। তবে তাদের এখনো সেমির স্বপ্ন বেঁচে আছে। নিজেদের শেষ ম্যাচে আজ নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলে ভারত ও কিউইদের টপকে শেষ চারে পৌঁছে যাবে নবী-রশিদরা। তাদের সে সামর্থ্যও আছে। টি-টোয়েন্টি ক্রিকেটে গত কয়েক বছর ধরে আধিপত্য করে চলেছে আফগানিস্তান। ২০১০ সাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত ৮৮টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে রশিদরা হেরেছে মাত্র ২৮ ম্যাচে, বাকি ৬০ ম্যাচের সবকটিতে জয় আছে তাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানরা আগে ব্যাট করে হযরতউল্লাহ যাযাই, মোহাম্মদ শেহজাদের ধ্বংসাত্মক ব্যাটিংয়ে ১৪০-১৫০ রান করলে তা চেজ করে কিউইদের জেতা কষ্টকর হবে। কারণ রশিদ, মুজিব, নবীদের বোলিংয়ে দিশাহারা হতে পারে ব্ল্যাক ক্যাপসদের ব্যাটিং লাইন আপ। বোলিং বিভাগে স্পিনে আফগানিস্তান এগিয়ে অন্যদিকে পেস আক্রমণে নিউজিল্যান্ড এগিয়ে। আফগান ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিতে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, জেমস নিশামের পেস বোলিং অ্যাটাকের সঙ্গে মিচেল স্যান্টনার, ইশ সোদিদের ঘূর্ণির মিশেলে উড়ে যেতে পারে আফগানদের ব্যাটিং লাইন আপ। কিউইদের ব্যাটিং লাইন আপে রয়েছে মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, ডেরেল মিচেল, নিশাম, ডেভন কনওয়ে, গেøন ফিলিপস, টিম সেইফার্ট। আজকের ম্যাচে দুদলেরই জয়ের সম্ভাবনা রয়েছে। যারা ভুল কম করবে তারাই জিতবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়