সম্প্রীতির জমিনে শকুনের চোখ

আগের সংবাদ

ফেসবুকের মূল প্রতিষ্ঠান এখন ‘মেটা’

পরের সংবাদ

উদীচীর ৫৩ বছর : নৈঃশব্দ্য ভেঙে জেগে ওঠার আহ্বান

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি : উদীচীর ৫৩ বছরের পথচলাকে উদযাপন করতে গতকাল শুক্রবার সুনামগঞ্জ পৌর চত্বরে কবিতা, গানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটি। ‘নৈঃশব্দ্য ভেঙে জেগে ওঠো দ্রোহে’ সেøাগানকে সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেন, উদীচী শিল্পীগোষ্ঠী দীর্ঘদিন ধরে সমাজ সচেতনতার কাজ করে যাচ্ছে। সংগঠনটির মূল সুর নিপীড়িত মানুষের পক্ষে কাজ করা, মানবতার পক্ষে কাজ করা। উদীচী এ দেশের প্রগতিশীল সংস্কৃতির শক্তিশালী ধারা বহন করে চলেছে।
বক্তারা আরো বলেন, শোষিত মানুষের কণ্ঠস্বর হয়ে গণমানুষের গান গায় উদীচী। দেশের স্বাধীনতা সংগ্রামসহ প্রতিটি গণআন্দোলনে উদীচীর কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। বারবার মৌলবাদীদের আক্রমণের শিকার হয়েছেন। তবুও উদীচী তার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে গেছে। সামনেও অর্পিত দায়িত্ব পালন করবে। সমাজ বদলে উদীচীর ভূমিকার কোনো বিকল্প নেই। জেলা উদীচীর সভাপতি শীলা রায়ের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রজেনজিৎ দের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টু, সঞ্চিতা চৌধুরী, জেলা মহিলা পরিষদ সভাপতি গৌরী ভট্টাচার্য্য, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এড. এনাম আহমদ, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি আসাদ মনি প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়