দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন : বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ৮১ জন চেয়ারম্যান

আগের সংবাদ

সম্প্রীতির জমিনে শকুনের চোখ

পরের সংবাদ

ব্যাটিং-বোলিংয়ে উইন্ডিজের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে প্রতিদিন ভোরের কাগজে থাকছে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার
অলক কাপালির বিশ্লেষণ
সুপার টুয়েলভে বাংলাদেশ এবং উইন্ডিজ দুদলই আজ জয়ের সন্ধানে মাঠে নামছে। একটি জয় লাল-সবুজের প্রতিনিধিদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। টি-টোয়েন্টি ক্রিকেটে যে দল যেদিন ভালো খেলবে তারাই জিতবে। ভুল যারা বেশি করবে হার তাদের জন্য অবধারিত। সুপার টুয়েলভে মাহমুদউল্লাহরা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করে ভুলের কারণে ম্যাচ হেরেছে। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টপ-অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি। ইংলিশদের বিপক্ষে শুরুতে ২৬ রানে ৩ হারিয়েও ১২৪ রান তুলেছিল টাইগাররা। অন্যদিকে এবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা আরো ভয়াবহ। তারা নিজেদের প্রথম ম্যাচে তো রীতিমতো ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বস্ত হয়। ওই ম্যাচে মাত্র ৫৫ রানে আউট হয়ে তারা বিশ্বকাপে দ্বিতীয় সর্বনি¤œ রানে হারার লজ্জার রেকর্ড গড়ে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নরা খেলতে নামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সে ম্যাচটিতেও নিজেদের চিরচেনা রূপ দেখাতে পারেনি তারা। প্রোটিয়াদের বিপক্ষে ৮ উইকেটে হারা ওয়েস্ট ইন্ডিজ

চাইবে আজ বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে সেমির লড়াইয়ে টিকে থাকতে। একই অবস্থা বাংলাদেশেরও। আজ জিতলে মাহমুদউল্লাহদের সেমিফাইনালে খেলার স্বপ্ন বেঁচে থাকবে। দুদলের শক্তি বিচারে বাংলাদেশ এগিয়ে। বোলিং বিভাগে লাল-সবুজের প্রতিনিধিরা যোজন যোজন এগিয়ে। উইন্ডিজ দলে বিশ্বমানের কোনো পেসার এবং স্পিনার নেই। বাংলাদেশ দলের স্পিন বেশ শক্তিশালী। সাকিব আল হাসান দারুণ ফর্মে রয়েছেন। নাসুম এবং মেহেদী হাসান প্রতিপক্ষের ঘুম হারাম করে দিতে যথেষ্ট। ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে স্পিন ঘায়েলে সক্ষম হয়েছে। মঈন আলী ও আদিল রশিদের ঘূর্ণি সামলাতে পারেনি ক্যারিবিয়ানরা। আদিল রশিদ মাত্র ২.২ ওভারে ২ রানে ৪ উইন্ডিজ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়েছিলেন। সেই আদিল রশিদ বাংলাদেশের বিপক্ষে কোনো উইকেটই পাননি। উইন্ডিজের বাঘা বাঘা ব্যাটসম্যানরা আদিল রশিদের বলে খেই হারালেও বাংলাদেশের নাসুম আহমেদ ইংলিশ স্পিনারের বলে দুটো বিশাল ছক্কা হাঁকিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। পেস অ্যাটাকেও উইন্ডিজ দলে ভালো মানের বোলার নেই। আজ কাটার মাস্টার মোস্তাফিজের জ¦লে ওঠার দিন। শরিফুল ইসলাম ও ভালো বল করছে। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে উইকেট পেয়েছেন তিনি। ক্যারিবিয়ান দলে যেমন অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছে তেমনি বাংলাদেশ দলেও রয়েছে। উইন্ডিজ ব্যাটসম্যানদের তুলনায় টাইগার ব্যাটসম্যানরা ফর্মে রয়েছে। আজকের ম্যাচে বোলিং-ব্যাটিংয়ে বাংলাদেশ এগিয়ে।
উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে আজ প্রথম ৬ ওভারে সিঙ্গেল সিঙ্গেল রান নিয়ে বাউন্ডারির অপেক্ষায় থাকতে হবে। সুযোগ পেলে বাউন্ডারি হাঁকিয়ে রানের গতি বাড়াতে হবে। লক্ষ্য থাকবে টপ-অর্ডারে উইকেট হারানো চলবে না। ৬ ওভারে ৪০-৪৫ রান তুলতে পারলে মির্ডল অর্ডারের ব্যাটসম্যানরা খেলার সুযোগ পাবে। তারা সুযোগের সদ্ব্যবহার করে রান ১৬০-১৭৫ করতে পারলে উইন্ডিজ সেই রান চেজ করতে পারবে না। কারণ টাইগারদের বোলিং বেশ শক্তিশালী। অন্যদিকে ক্যারিবিয়ানরা আগে ব্যাট করে ১৩০-১৪০ রান করলে টাইগার ব্যাটসম্যানরা তা চেজ করতে পারবে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা আজ তাদের সেরা খেলাটা খেলতে পারলে জয় পাওয়াটা কষ্টকর হবে না। অতীতের পরিসংখ্যানে দুদল ১২ বার একে অপরের বিপক্ষে মুখোমুখি হয়েছে। এই ম্যাচগুলোর মধ্যে ৬টি ম্যাচে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। ৫টি ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। দুদলের পরিসংখ্যান ঘাটলে দেখা যাচ্ছে শক্তির বিচারে উভয়েই সমান। তাছাড়া বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সময়টাও ভালো যাচ্ছে না।
দিনের অপর ম্যাচে পাকিস্তান খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এ ম্যাচে পাকিস্তান সব দিক দিয়ে এগিয়ে। আফগানরা স্পিনের এগিয়ে। তাদের মজিবুর রহমান এবং রশিদ লতিফ বিশ্বমানের স্পিনার। তারা আজ পাকিস্তানের ব্যাটসম্যানদের শক্ত পরীক্ষায় ফেলতে পারেন। পাকিস্তানের পেসারদের আজ আফগান ব্যাটসম্যানরা কীভাবে সামলায় তাই দেখার বিষয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়