দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন : বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ৮১ জন চেয়ারম্যান

আগের সংবাদ

সম্প্রীতির জমিনে শকুনের চোখ

পরের সংবাদ

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি বাস্কেটবল সমাপ্ত

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি বাস্কেটবল প্রতিযোগিতা গতকাল বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর খেলার মাঠে সমাপ্ত হয়।
চূড়ান্ত খেলায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দল ৭৮ পয়েন্টে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক দলের করপোরাল রাকিব সেরা খেলোয়াড় এবং বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দলের এলএসি তাহসিন সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক, বিবিপি, বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যদের মাঝে ঘাঁটি এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ২৪ অক্টোবর ২০২১ তারিখে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমানবাহিনীর ৬টি দল অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়