পাসপোর্ট জটিলতায় আটকে আছেন অর্ধলাখ প্রবাসী

আগের সংবাদ

পোশাক খাতে ক্রয়াদেশ বাড়ছে

পরের সংবাদ

লড়াই করেই হারল নিউজিল্যান্ড

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৭, ২০২১ , ১:৩৯ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : শারজায় গতকাল পাকিস্তানের জয় প্রায় কেড়েই নিতে যাচ্ছিল নিউজিল্যান্ড। ১৪.৫ ওভারে ৮৭ রানে বাবর আজমদের ৫ উইকেট তুলে নিয়ে পাক শিবিরে আতঙ্ক ছড়িয়েছিল কিউইরা। পাকিস্তান সমর্থকরা যখন দলের জয় নিয়ে সংশয়ে, তখন ষষ্ঠ উইকেটে আসিফ আলীকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন অভিজ্ঞ সোয়েব মালিক। এ জুটি কিউই বোলারদের বেধড়ক পিটিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করে। শোয়েব মালিক ২০ বলে ২৬ রান এবং আসিফ আলী ১২ বলে ২৭ রানের অপরাজিত থাকেন। পাকিস্তান ১৮.৪ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান তুলে নিউজিল্যান্ডকে হারায়। এ জয়ের ফলে টানা দুই ম্যাচ জেতায় পাকিস্তানের সেমিফাইনাল প্রায় নিশ্চিত। কারণ পরবর্তী ম্যাচে বাবর আজমদের আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে মোকাবিলা করতে হবে।
গতকাল নিউজিল্যান্ডের দেয়া চ্যালেঞ্জের জবাব দিতে গিয়ে শুরুতেই অধিনায়কের উইকেট হারায় পাকিস্তান। ৯ রানে বাবর সাজঘরে ফিরে যাওয়ার পর ধারাবাহিকভাবে উইকেটের পতন হয়। ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ইমরান খান ও ওয়াসিম আকরামের উত্তরসূরিরা। বাবর আজম ৯, ফখর জামান ১১, মোহাম্মদ হাফিজ ১১, রিজওয়ান ৩৩ এবং ইমাদ ওয়াসিম ১১ রান করে আউট হলে হাল ধরেন আসিফ-শোয়েব জুটি। অবশেষে ম্যাচ বের করে আনেন এ দুজন। শেষ মুহূর্তে শোয়েব মালিককে দলে ভিড়িয়ে নির্বাচকরা যে ভুল করেননি, তার প্রমাণ দিয়েছেন ৪০ বছর বয়সি এ ব্যাটসম্যান। আর ম্যাচসেরা হয়েছেন ৪ ওভারে ২২ রান দিয়ে চার কিউই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরানো হারিস রউফ।
পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ১৮ বছর পর গত মাসে সিরিজ খেলতে গিয়ে ম্যাচ শুরুর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে মাঠ থেকে ফিরে আসে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সে অপমানের জবাব বিশ^কাপের মঞ্চে দেবেন সে হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিলেন বাবর আজমরা। শারজায় গতকাল টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে কিউইরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৩৪ রান তুলতে সক্ষম হন উইলিয়ামসনরা। আগের ম্যাচে ভারতকে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা বাবর-রিজওয়ানদের জয়ের জন্য ১৩৫ রান কঠিন কোনো লক্ষ্য নয়। কিউই ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন কনওয়ে। পাকিস্তানি বোলারদের মধ্য সবচেয়ে সফল হ্যারিস রউফ নিয়েছেন ৪ উইকেট।
এর আগে শারজায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাটিংয়ে নেমে চাপে পড়েন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। দলের খাতায় তারা ৫৬ রান তুলতে হারিয়ে বসে তিন ব্যাটসম্যানকে। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও নিজেদের মেলে ধরে খেলতে পারেননি দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও ড্যারেল মিচেল। দুজনের ওপেনিং জুটিতে আসে ৩৬ রান। গাপটিল ২০ বলে ১৭ রান তুলে হ্যারিস রউফের শিকার হয়ে মাঠ ছাড়েন। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা আরেক ওপেনার ২০ বলে ২৭ রানে করে ইমাদ ওয়াসিমের শিকার হয়ে সাজঘরে ফেরান। এরপর দলের খাতায় ২ রান যোগ না করতেই ব্যক্তিগত ১ রানে ফিরে যান জিমি নিশাম। এরপর অবশ্য কনওয়েকে নিয়ে ম্যাচের হাল ধরার চেষ্টা করেন কেন উইলিয়ামসন। কিন্তু দলের রান যখন ১৩.১ ওভারে ৯০, তখন রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। বল না দেখেই রানের জন্য দৌড়াতে গেলে বোলার হাসান আলী সরাসরি থ্রোতে তাকে সাজঘরের পথ দেখান। মাঠ ছাড়ার আগে কিউই অধিনায়ক ১ বাউন্ডারি ও ২ বাউন্ডারির সাহায্য ২৬ বলে ২৫ রান করেন।
৯০ রানে ৪ উইকেট হারিয়ে দিশাহারা হয়ে পড়া কিউইদের হাল ধরেন কনওয়ে ও গ্লেন ফিলিপস। এক প্রান্ত ধরে রাখা কনওয়ে ইনিংসের ১৭.১ ওভারে হ্যারিসের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বাবর আজমের তালুবন্দি হন। একই ওভারের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে তালুবন্দি হন ফিলিপসও। দলীয় ১১৬ রানে ৬ উইকেট হারানো কিউরা শেষ পর্যন্ত ইনিংস খুব বেশি লম্বা করতে পারেনি। ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে ব্ল্যাক ক্যাপসদের ইনিংস।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়