নানা আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদযাপন

আগের সংবাদ

লো স্কোরিংয়ের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার জয়

পরের সংবাদ

৯ পৌরসভায় নৌকা পেলেন যারা : ইউপি ভোটে ২ বিভাগে আ.লীগের প্রার্থী ঘোষণা

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ৯টি পৌরসভা এবং তৃতীয় ধাপের রংপুর ও রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার গণমাধ্যমে চূড়ান্ত তালিকা পাঠানো হয়।
৯ পৌরসভায় আ.লীগের প্রার্থী যারা : সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৯টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা হলেন- রংপুরের পীরগঞ্জ পৌরসভায় আবু ছালেহ মো. তাজিমুল ইসলাম, নীলফামারী পৌরসভায় দেওয়ান কামাল আহমেদ, পাবনার বেড়া পৌরসভায় এস এম আসিফ শামস, পটুয়াখালীর গলাচিপাতে আহসানুল হক তুহিন। এছাড়া টাঙ্গাইলের ঘাটাইলে শহীদুজ্জামান খান, গাজীপুরের কালিয়াকৈরে রেজাউল করিম, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সৈয়দ মো. মনসুরুল হক, ল²ীপুর পৌরসভায় মোজাম্মেল হায়দার মাসুম ভূঁঞা এবং নোয়াখালীর সেনবাগ পৌরসভায় আবু জাফর টিপু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়