ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আরেক মামলা

আগের সংবাদ

রুট পারমিটের তোয়াক্কা নেই রাজধানীর গণপরিবহনের

পরের সংবাদ

মৃত্যু কমার ধারায় : করোনা শনাক্তের হার ফের দুই শতাংশের ওপরে

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : গত দুই দিন ধরেই করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃতের সংখ্যায় কমতির ধারা অব্যাহত রয়েছে। তবে ধীরে হলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। রোগী শনাক্তের হার বেড়ে আবারো ২ শতাংশের ওপরে উঠেছে।
গতকাল মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ৩০৮টি। সংক্রমণ ধরা পড়েছে ৪৬৯ জনের নমুনায়। মৃত্যু হয়েছে ৭ জনের। সুস্থ হয়েছেন ৬৯৭ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ।
প্রসঙ্গত, সোমবার ৩৩৯ জন রোগী শনাক্ত হয়। মৃত্যু হয় ১০ জনের। শনাক্তের হার ছিল ১ দশমিক ৮০ শতাংশ। রবিবার ৩১৪ জনের নমুনায় সংক্রমণ ধরা পড়ে। ১৬ জনের মৃত্যু হয়। শনাক্তের হার ছিল ১ দশমিক ৭৪ শতাংশ। শনিবার সংক্রমণ ধরা পড়ে ২৯৩ জনের। মৃত্যু হয়েছিল ৬ জনের। আর শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৪৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৬২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। সরকারি হিসাব অনুযায়ী দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ১ লাখ ৩৫ হাজার ৪২ জনের। শনাক্ত রোগীর মোট সংখ্যা ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জন। তাদের মধ্যে ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন সুস্থ হয়েছেন। আর মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৮৫ জনের। এর মধ্যে ১৭ হাজার ৭৯৮ জন পুরুষ আর ৯ হাজার ৯৮৭ জন নারী।
মৃত ৭ জনের মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ২ জন। ৬ জন সরকারি হাসপাতালে আর ১ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন। বয়স বিবেচনায় চল্লিশোর্ধ্ব ২ জন, পঞ্চাশোর্ধ্ব ১ জন, ষাটোর্ধ্ব ১ জন, সত্তরোর্ধ্ব ১ জন আর আশির্ধ্বো ২ জন। বিভাগ বিবেচনায় ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রামে ২ জন, খুলনায় ১ জন আর রংপুরে ১ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়