বিজিএমইএ সভাপতি : বন্ধ মিল চালু হলে ফেব্রিক্সের চাহিদা মেটানো সম্ভব

আগের সংবাদ

খাদ্য নিরাপত্তাই প্রধান চ্যালেঞ্জ : সরকারি হিসাব মতে, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তবুও চালসহ খাদ্যপণ্য আমদানি করতে হয়

পরের সংবাদ

আন্তর্জাতিক প্রবীণ দিবসে চান্দিনায় আলোচনা সভা

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গত বুধবার চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক, চান্দিনা উপজেলা কৃষক লীগের সভাপতি ও মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ সেলিম প্রধান, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবদুল জলিল মাস্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, ‘প্রতিটি ধর্মে প্রবীণদের সম্মান করার কথা বলা হয়েছে। সন্তানের দায়িত্ব, শৈশবে বাবা-মা যেমন সন্তানকে বড় করে, তাদের দেখে রাখে; তেমনি সন্তান বড় হয়ে বৃদ্ধ বাবা-মাকে দেখবে।’ আলোচনা সভা শেষে উপজেলার ১৩টি ইউনিয়নের প্রবীণদের মাঝে গেঞ্জি, মাস্ক, নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়