প্রণোদনা ঋণের জন্য ঘুষ লাগে ২৯ শতাংশ ব্যবসায়ীর

আগের সংবাদ

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে : করোনার প্রকোপ কমার পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বিষণ্নতার বড় আঘাত আসছে

পরের সংবাদ

ডা. রোবেদ আমিন : প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্ব দিতে হবে

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ) ও মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি বেশ কিছু সমস্যার সৃষ্টি করেছে। এই আগস্ট মাসেই আমরা দেখেছি ডেঙ্গু পরিস্থিতি কী ভয়াবহ হতে পারে। আমরা যদি সামগ্রিকভাবে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি চাই তাহলে সবচেয়ে বেশি জোর দিতে হবে প্রতিরোধ ব্যবস্থার ওপর। গতকাল রবিবার অধিদপ্তরের করোনা বুলেটিনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রতিরোধ ব্যবস্থা হতে হবে বিভিন্নভাবে। ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাতীয় পর্যায়ে। আমরা স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় থেকে অনেক আগেই জানিয়ে দিয়েছি কোথায় কোন স্থানে ডেঙ্গুর বাহক এডিসের মাত্রা বেশি। এ পর্যায়ে ব্যবস্থা নেয়ার জন্য যেসব প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে সিটি করপোরেশনকে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করতে হবে। ম্যাপিংগুলো দেখে ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সরকার কয়েকটি হাসপাতালকে নির্ধারণ করেছে। এছাড়া যেসব হাসপাতালে নন-কোভিড বিভাগ আছে সেখানেও ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেয়া যাবে। সেবা দেয়ার জন্য যে সব পদ্ধতি ও গাইডলাইন আছে সেই অনুযায়ীই চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়