প্রণোদনা ঋণের জন্য ঘুষ লাগে ২৯ শতাংশ ব্যবসায়ীর

আগের সংবাদ

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে : করোনার প্রকোপ কমার পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বিষণ্নতার বড় আঘাত আসছে

পরের সংবাদ

ডা. খান আবুল কালাম : একাধিকবার আক্রান্ত হলে জটিলতা বেশি

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ ভোরের কাগজকে বলেন, যারা প্রথমবার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তাদের থেকে যারা দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হচ্ছে তাদের জটিলতা বেশি হয়। তাদের মৃত্যুঝুঁকিও বেশি। এ ছাড়া যাদের উচ্চ রক্তচাপ, কিডনি রোগ ও লিভার রোগ রয়েছে তাদেরও ডেঙ্গুতে মৃত্যুঝুঁকি থাকে। এ ধরনের রোগীদের খুবই সতর্ক থাকতে হবে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তাদের প্রায় ৮০ শতাংশের বেশি রোগীকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় না। যাদের প্লাটিলেট কমে ১ লাখের নিচে নেমে যায় তাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়। দেশে ভাইরাস রয়েছে এবং মশাও রয়েছে। তাই রোগী হবে এটা নিশ্চিত জেনেই মশা নিয়ন্ত্রণ ও তা মারার ওপর জোর দিতে হবে। জ্বর হলে অবশ্যই ডেঙ্গু এবং করোনা এই দুই পরীক্ষা করাতে হবে। যেহেতু বৃদ্ধ এবং শিশুরা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হয় তাই বাসা মশামুক্ত রাখতে হবে, প্রয়োজনে মশারির মধ্যে থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়