ম্যান ইউতে ফিরলেন রোনালদো

আগের সংবাদ

চেনা উইকেটে অচেনা নিউজিল্যান্ড

পরের সংবাদ

মেট্রোরেল : আনুষ্ঠানিক পরীক্ষামূলক চলাচল আজ

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আজ আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হবে। উত্তরার দিয়াবাড়ীর মেট্রোরেলের ডিপো থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল ভায়াডাক্টের উপর দিয়ে ৬টি বগি চলাচল করবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, উত্তরার দিয়াবাড়ী থেকে ভায়াডাক্টের উপরে ট্রেন পরীক্ষামূলকভাবে চালানোর জন্য আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করব। এটা প্রস্তুতির অংশ। আজ রবিবার সকাল ১০টায় আনুষ্ঠানিক পরীক্ষামূলক কার্যক্রম শুরু করব। তবে এটাকে ‘ট্রায়াল রান’ বলা যাবে না। আরো বেশ কয়েকটি ধাপে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পরে ট্রায়াল রান অনুষ্ঠিত হবে।
ডিএমটিসিএল সূত্র জানায়, শুক্রবার সকালের দিকে ভায়াডাক্টের উপরে ৬ বগির একটি ট্রেন দিয়াবাড়ীর ডিপো থেকে পল্লবী পর্যন্ত চালিয়ে প্রাথমিক একটি পরীক্ষা চালানো হয়েছে। এভাবে আরো একাধিকবার পরীক্ষা চালানো হবে। আজ পরীক্ষামূলক চলাচলের আনুষ্ঠানিকতা শুরু হবে। অনেকগুলো দিক নিয়ে সার্বিক পরীক্ষা চালানো হবে। যে রেললাইন বসানো হয়েছে তা সঠিক হয়েছে কিনা, বিদ্যুৎ সঠিকভাবে কাজ করছে কিনা, কোথাও কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে কিনা- এ ধরনের আরো অনেক বিষয়ের একটি সমন্বিত পরীক্ষা চালানো হবে এবং এই পরীক্ষা-নিরীক্ষা চলমান থাকবে। যখনই প্রয়োজন হবে তখনই এ ধরনের পরীক্ষা চলবে। পল্লবী পর্যন্ত যাওয়ার পর আবার নিরাপদেই দিয়াবাড়ীর ডিপোতে ট্রেনটি ফিরিয়ে নেয়া হবে। রেলট্র্যাকের কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা তা এবং রেলপথের বিভিন্ন অংশের পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হবে। উদ্বোধনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এ ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলতেই থাকবে।
প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন থেকে জানা গেছে, উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি হয়েছে প্রায় ৭০ শতাংশ। প্রকল্পের উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম অংশের নির্মাণকাজের অগ্রগতি ৮৭ দশমিক ৮০ শতাংশ। অপর দিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় অংশের কাজের অগ্রগতি ৬৫ দশমিক ৪৮ শতাংশ। ২০ দশমিক ১০ কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে ইতোমধ্যেই ১৬ দশমিক ৫৬৬ কিলোমিটার ভায়াডাক্টের ইরেকশন কাজ শেষ হয়েছে। একই সঙ্গে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রথম অংশের ৯টি স্টেশনের অবকাঠামো নির্মাণকাজ প্রায় শেষ। এর মধ্যে প্রথম ৫টি স্টেশনের শেড নির্মাণ শেষ। ৩টি স্টেশনে এক্সিলেটর সিঁড়ি বসানো হয়েছে। অন্য স্টেশনগুলোর নির্মাণকাজ এগিয়ে চলছে। এই ৯টি স্টেশনের সার্বিক কাজের অগ্রগতি প্রায় ৯০ শতাংশ। ট্রেন চলাচল শুরু হলে প্রথমে উত্তরা থেকে পল্লবী পর্যন্ত চলবে। পরে তা আগারগাঁও পর্যন্ত চলবে। এর আগে গত শুক্রবার পল্লবী পর্যন্ত ৪টি স্টেশনে ট্রেনটি পরীক্ষামূলক চালানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়