ম্যান ইউতে ফিরলেন রোনালদো

আগের সংবাদ

চেনা উইকেটে অচেনা নিউজিল্যান্ড

পরের সংবাদ

জাতীয় মৎস্য সপ্তাহ ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সারাদেশ ডেস্ক : ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’- এ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল শনিবার বিভিন্ন স্থানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্য সপ্তাহ পালন করা হবে। প্রতিনিধিদের পাঠানো খবর-
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : সকাল ১০টার দিকে ভোলাহাট মৎস্য অফিসে ভোলাহাট প্রেস ক্লাব সভাপতি মো. গোলাম কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. তাজাম্মুল হক আরাফাত, সাধারণ সম্পাদক শাহ কবির মো. রবিউল ইসলাম, প্রচার সম্পাদক বিএম রুবেল আহমেদ, ভোলাহাট সংবাদের বার্তা সম্পাদক আলি হায়দার, স্টাফ রিপোর্টার মো. শহিদুল ইসলামসহ অন্যরা। এ সময় মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (চ.দা.) মু. ওয়ালিউল ইসলাম।
চাটখিল (নোয়াখালী) : উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সপ্তাহব্যাপী মৎস্য কর্মসূচি তুলে ধরেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, অর্থ সম্পাদক জসিম মাহমুদ, সাংবাদিক ফারুক সিদ্দিকী ফরহাদসহ উপজেলায় কর্মরত সাংবাদিক এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা।
গাবতলী (বগুড়া) : উপজেলা মৎস্য অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ। মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুর রশিদের পরিচালনায় সাংবাদিকদের মধ্য ছিলেন- রায়হান রানা, এনামুল হক, মুহাম্মাদ আবু মুসা, জাহাঙ্গীর আলম, সাব্বির হাসান, আল আমিন মণ্ডল, আতাউর রহমান, আবু নছর মানিক, রিয়াজ মাহমুদ, তোহাব রহমান প্রমুখ। মতবিনিময়কালে সরকারের ও মৎস্য অধিদপ্তরের সাফল্য তুলে ধরে আলোচনা করা হয়।
মাধবপুর (হবিগঞ্জ) : দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক। এতে মাধবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, মো. আইয়ুব খান, জামাল মো. আবু নাছের, অলিদ মিয়া, মিজানুর রহমান, সানাউল হক শামীম, আলমগীর কবির প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়