ম্যান ইউতে ফিরলেন রোনালদো

আগের সংবাদ

চেনা উইকেটে অচেনা নিউজিল্যান্ড

পরের সংবাদ

কক্সবাজার সৈকতে ফের ভেসে এলো মৃত তিমি

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সমুদ্রসৈকতে একটি মৃত তিমি ভেসে এসেছে।
টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানান, শুক্রবার মধ্যরাতে টেকনাফ ও উখিয়া উপজেলার সীমান্ত লাগোয়া বাহারছড়া সমুদ্রসৈকতে মৃত তিমিটি ভেসে আসে। এর আগে গত এপ্রিল মাসে কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর পয়েন্ট এবং হিমছড়ি পয়েন্টে দুটি মৃত তিমি ভেসে এসেছিল।
তিনি বলেন, স্থানীয়দের কাছে একটি অর্ধগলিত মৃত তিমি ভেসে আসার খবরে রাতেই প্রশাসন, বনবিভাগ ও মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে যান।
২৬ ফুট দৈর্ঘ্যরে তিমিটির শরীরের বিভিন্ন অংশে পঁচন ধরেছে। ধারণা করা হচ্ছে, তিমিটি অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে। রাতে জোয়ারের সময় এটি ভেসে এসে সৈকতে আটকা পড়ে।
উপজেলা মৎস্য বিভাগ এবং বনবিভাগের সংশ্লিষ্টরা মৃত তিমিটির নমুনা সংগ্রহ করেছেন। এরপর সৈকতের অদূরে এটিকে মাটি চাপা দেয়া হয় বলে জানান ইউএনও।
টেকনাফ উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শওকত আলী বলেন, তিমিটির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এটির নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়