কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর

আগের সংবাদ

শাড়িতেই এবার পকেট

পরের সংবাদ

থানা আমিরসহ ১০ জামায়াত নেতা গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রংপুর : রংপুর মহানগর জামায়াতে ইসলামীর কোতোয়ালি থানা আমির ও সেক্রেটারিসহ ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টিসহ সরকারি সম্পদ ও স্থাপনার ক্ষতি সাধনের লক্ষ্যে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- কোতোয়ালি থানা আমির ফরহাদ হোসেন মণ্ডল (৩৮), সেক্রেটারি শাহানত মিয়া (৪৫), কর্মপরিষদ সদস্য লোকমান আলী (৬৫), মশিউর রহমান (৪০), আব্দুল মালেক (৩০), মিজানুর রহমান (৩৮), মাহমুদুর রহমান (৬০), ওয়ায়দুর রহমান (৪০), শরিফুল ইসলাম (৩৬) ও জাহাঙ্গীর আলম (৫০)।
গত বুধবার রাতে নগরের দক্ষিণ বাবুখাঁ এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সেখানে নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীরা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের সহকারী কমিশনার ফারুক আহমেদ জানান, অভিযানের সময় অজ্ঞাত আরো ১৪-১৫ জন আসামি পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়