কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর

আগের সংবাদ

শাড়িতেই এবার পকেট

পরের সংবাদ

ইসরাফিল আলমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের প্রয়াত এমপি ইসরাফিল আলমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। একই সঙ্গে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ইসরাফিল আলমের জন্মভূমি রাণীনগর উপজেলার ঝিনা গ্রামে গতকাল শুক্রবার দুপুরে এর আয়োজন করা হয়। আওয়ামী লীগ কেন্দ্রীয় মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ও ইসরাফিল আলমের সহধর্মিণী সুলতানা পারভীন বিউটি জানান, এমপি ইসরাফিল আলম গত বছরের ২৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সে অনুযায়ী গত ২৭ জুলাই মৃত্যুবার্ষিকীর দিন হলেও মহামারি করোনা ভাইরাস রোধে বিধিনিষেধের কারণে দিন পরির্বতন করে ২৭ আগস্ট নির্ধারণ করা হয়। শুক্রবার সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গ্রেনেড হামলায় নিহত এবং সব শহীদসহ এমপি ইসরাফিল আলমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর এমপির কবর জিয়ারত ও দোয়া করা হয়। এ সময় রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. ইউনুছ আলী (অব. অতিরিক্ত সচিব), নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক সুমনসহ এলাকার জনসাধারণ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়