জাসদের পাল্টা প্রশ্ন : ১৫ আগস্ট সেলিম মার্কিন দূতাবাসে কী করছিলেন

আগের সংবাদ

কারা এই আইএস-কে? আফগানিস্তানে সক্রিয় নৃশংসতম জঙ্গিগোষ্ঠীর কাবুলে হামলার দায় স্বীকার

পরের সংবাদ

স্বাস্থ্য অধিদপ্তর : ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। গত বুধবার সংখ্যাটি ছিল ২৭৮ জন; আর গতকাল বৃহস্পতিবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ২৬৭ জন। এই সময়ের মধ্যে নতুন কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। তাদের মধ্যে ঢাকায় ২১৭ জন ও ঢাকার বাইরে ৫০ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৯০ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৯৬৫ জন। আর অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন। চলতি বছর পহেলা জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৯ হাজার ১২০ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৯৮৮ জন। মোট মৃতের সংখ্যা ৪০ জন।
মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন। জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হয় আর মারা যায় ১২ জন। চলতি আগস্ট মাসের ২৫ দিনে ৬ হাজার ৪৬২ জন রোগী ভর্তি হয়েছে আর ২৮ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়