জাসদের পাল্টা প্রশ্ন : ১৫ আগস্ট সেলিম মার্কিন দূতাবাসে কী করছিলেন

আগের সংবাদ

কারা এই আইএস-কে? আফগানিস্তানে সক্রিয় নৃশংসতম জঙ্গিগোষ্ঠীর কাবুলে হামলার দায় স্বীকার

পরের সংবাদ

সরিষাবাড়ী : গোডাউনে আগুন লেগে ৭২০ মণ পাট ভস্মীভূত

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : সরিষাবাড়ীতে পাটের গোডাউনে আগুন লেগে ৭২০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজ পাড় এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, বুধবার রাতে বয়ড়া ব্রিজ পাড় এলাকায় ৭ জনের যৌথ মালিকানাধীন একটি পাটের গোডাউনে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বজ্রপাতের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গোডাউনের মালিক আক্তারুজ্জামান, আফজাল, একাব্বর, উজ্জল, ইসরাইল, শাহীন ও ফরহাদ ফকির বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে খবর পাই আমাদের পাটের গোডাউনে আগুন লেগেছে। আমাদের এ গোডাউনে ৭২০ মণ পাট মজুত করা ছিল। আগুন নেভাতে নেভাতে গোডাউন ঘর ও ঘরে রাখা ৭২০ মণ পাট আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ফলে পাটের বর্তমান বাজার মূল্যে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়