জাসদের পাল্টা প্রশ্ন : ১৫ আগস্ট সেলিম মার্কিন দূতাবাসে কী করছিলেন

আগের সংবাদ

কারা এই আইএস-কে? আফগানিস্তানে সক্রিয় নৃশংসতম জঙ্গিগোষ্ঠীর কাবুলে হামলার দায় স্বীকার

পরের সংবাদ

ভালুকায় সংবাদ সম্মেলন : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে উপজেলার ৫নং বিরুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিদওয়ান সারোয়ার রব্বানী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য তুলে ধরে ইউপি চেয়ারম্যান জানান, দায়িত্বরত ট্যাগ কর্মকর্তার উপস্থিতিতে সরকার ঘোষিত ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ ও জিআরপ্রাপ্ত নগদ অর্থ এলাকায় সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। কিছু কুচক্রী মহল বর্তমান সরকারের সফলতাকে বিনষ্ট করার লক্ষ্যে ও আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে। যা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। আমি এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর বারী, মোফাজ্জল হোসেন, মজনু শেখ, আমিরুর ইসলাম, সোহরাব হোসেন, সুরুজ মিয়া, মিনারা খাতুন, খাদিজা বেগম, রেখা আক্তার প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়