জাসদের পাল্টা প্রশ্ন : ১৫ আগস্ট সেলিম মার্কিন দূতাবাসে কী করছিলেন

আগের সংবাদ

কারা এই আইএস-কে? আফগানিস্তানে সক্রিয় নৃশংসতম জঙ্গিগোষ্ঠীর কাবুলে হামলার দায় স্বীকার

পরের সংবাদ

নাটোরে মানববন্ধন : ১ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে নাটোরে মানববন্ধন করেছে জেলা কিন্ডার গার্ডেন এসোশিয়েশন। গতকাল বৃহস্পতিবার নাটোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি বাদশা ও সাধারণ সম্পাদক নবী নেওয়াজ পিন্টু। এ সময় বক্তারা বলেন, করোনা সংক্রমণের কারণে সরকার গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ ঘোষণা করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি চললেও কিন্ডার গার্টেনগুলো খোলার কোনো নির্দেশনা দেয়া হয়নি। এমন অবস্থায় শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে আগামী ১ সেপ্টেম্বর থেকে কিন্ডার গার্টেন চালুর ব্যাপারে নির্দেশনা জারির জন্য প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রীসহ সংশ্লিষ্ঠ সবার হস্তক্ষেপ কামনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়