জাসদের পাল্টা প্রশ্ন : ১৫ আগস্ট সেলিম মার্কিন দূতাবাসে কী করছিলেন

আগের সংবাদ

কারা এই আইএস-কে? আফগানিস্তানে সক্রিয় নৃশংসতম জঙ্গিগোষ্ঠীর কাবুলে হামলার দায় স্বীকার

পরের সংবাদ

খোলা আকাশের নিচে প্রতিবাদী ক্লাস

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নুর হাছান নাঈম, জাবি থেকে : বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সশরীরে চালুর দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে প্রতিবাদী ক্লাস। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ক্লাস নিয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।
এ সময় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অধ্যাপক রায়হান রাইন ‘উত্তর আধুনিকতা ও ফ্যাসিবাদ’ বিষয়ে

আলোচনা করেন। তিনি বলেন, ফ্যাসিজমের একটা উপায় হলো সত্যকে আড়াল করা। ক্ষমতাই হলো সেখানে প্রধান বিবেচ্য বিষয়। সেখানে যৌক্তিকতার কোনো স্থান থাকে না।
ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আবু নাহিয়ান জানান, অনেক দিন পর ক্লাসের পরিবেশ পেয়েছি। স্বাস্থ্যবিধি মেনে সবাই ক্লাস করেছে। ক্লাসরুমে ফিরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। দ্রুতই আমরা বিশ্ববিদ্যালয় আবাসিক হল ও শিক্ষা কার্যক্রম খুলে দেয়ার দাবি জানাচ্ছি।
সরকার ও রাজনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শিহাব উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকার পর হঠাৎ আজকে সরাসরি ক্লাস করার আনন্দ আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। ইতোমধ্যে আমরা টিকাও নিয়েছি। তাই অনতিবিলম্বে^ সশরীরে ক্লাসে ফিরতে চাই।
প্রতিবাদী ক্লাসের বিষয়ে জানতে চাইলে পরিবেশ বিজ্ঞান বিভাগে অধ্যাপক জামাল উদ্দিন রুনু বলেন, সরকার এর আগে বিভিন্ন সময়ে শিক্ষা কার্যক্রম সচল করার কথা বলেও শিক্ষার্থীদের বারবার বিভ্রান্ত করেছে। সে কারণে সরকার এবারো শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরানোর যে আশা দিচ্ছেন তাতে আমরা আস্থা রাখতে পারছি না।
রাষ্ট্রের সদিচ্ছার অভাব ইঙ্গিত করে তিনি বলেন, শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে ও হলে থাকতে চায়। যেখানে সব ধরনের কার্যক্রম চলমান সেখানে শিক্ষার্থীরা কেন ভোগান্তির শিকার হবে। সরকার তো চাইলেই জরুরি ভিত্তিতে টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনপন্থি বেশ কয়েকজন শিক্ষক জানান, বিশ্ববিদ্যালয়ের ছুটি আর দীর্ঘ না করে খুলে দেয়া উচিত। অনলাইনে আসলে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসের মতো যোগাযোগ সম্ভব হয়ে ওঠে না।
ক্লাস চলাকালে পৌনে ১টায় বৃষ্টি শুরু হওয়ায় শিক্ষার্থীরা নতুন কলা অনুষদের করিডোরে শ্রেণি কার্যক্রম সমাপ্ত করে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে ঘোষিত কর্মসূচি হিসেবে বলা হয়েছে এই উন্মুক্ত ক্লাস বিশ্ববিদ্যালয় খুলে দেয়া পর্যন্ত চলবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়