ডুপ্লেক্স বাসায় অগ্নিকাণ্ডে দুই গৃহকর্মীর মৃত্যু

আগের সংবাদ

খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ : লকডাউনে কাজ করলে এখন ভোগান্তি হতো না > জমানো পানিতে বাড়ছে এডিস মশা

পরের সংবাদ

সিংগাইর : ইউপি চেয়ারম্যান জাহিদের বরখাস্তের আদেশ স্থগিত

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম ভূঁইয়ার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারক মো. মুজিবুর রহমান মিয়া ও কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চে শুনানি শেষে গত সোমবার দুপুরে এ স্থগিতাদেশ দেন। সেই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, উপ-সচিব, মানিকগঞ্জের জেলা প্রশাসক, সিংগাইর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানকে এর জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মো. আব্দুর রহমান। রিটে উল্লেখ করা হয় জাহিদ চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত ৩টি অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়