ডুপ্লেক্স বাসায় অগ্নিকাণ্ডে দুই গৃহকর্মীর মৃত্যু

আগের সংবাদ

খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ : লকডাউনে কাজ করলে এখন ভোগান্তি হতো না > জমানো পানিতে বাড়ছে এডিস মশা

পরের সংবাদ

সাভারে ডা. রহিজ উদ্দিনের নামে সড়কের নামকরণ

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সাভার উপজেলার ১নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদের জিরানী-শিমুলিয়া (জিসি রোড নং ৩২৬৭২২০০২) পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে মরহুম ডা. রহিজ উদ্দিন খান সড়ক। তিনি শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম ১৮ আগস্ট এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন। পরদিন বৃহস্পতিবার বিকালে সরকারি আদেশ জারি হয়। উল্লেখ্য, ডা. রহিজ উদ্দিন খানের পরিবারের পক্ষে মরহুমের মেজ ছেলে হাজি আব্দুল আজিজ খানের সন্তান সাংবাদিক কামরুজ্জামান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে সাভার উপজেলা পরিষদের মাসিক সভায় ডা. এনামুর রহমান এমপি ও উপজেলা পরিষদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) ফখরুল আলম সমরের উপস্থিতিতে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজসহ উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ওই সড়ক নামকরণের সুপারিশসহ অগ্রগতি করা হয়। পরবর্তী সময়ে ২০১৯ সালের ৮ আগস্ট মাসিক সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের উদ্যোগে উপজেলা তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান ওই রাস্তা নামকরণের ব্যাপারে সুপারিশসহ নথি অগ্রবর্তী করেন। প্রসঙ্গত, মরহুম ডা. রহিজ উদ্দিন খান (১৯৩২-১৯৩৭) সালে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট (তৎকালীন চেয়ারম্যানদের প্রেসিডেন্ট বলা হতো) হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়