ডুপ্লেক্স বাসায় অগ্নিকাণ্ডে দুই গৃহকর্মীর মৃত্যু

আগের সংবাদ

খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ : লকডাউনে কাজ করলে এখন ভোগান্তি হতো না > জমানো পানিতে বাড়ছে এডিস মশা

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আইনশৃঙ্খলা সভা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াদুদ। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াইদুর রহমান। বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুফিয়ান রস্তোম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদা সুলতানা প্রমুখ।

আলোচনা সভা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : চাটখিল পৌর শহরে যানজট নিরসনে বিট পুলিশের উদ্যোগে আলোচনা সভা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। চাটখিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের। সভায় বক্তব্য রাখেন চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র মজিবুর রহমান নান্টু, চাটখিল পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. ওমর ফারুক, সাংবাদিক কামরুল কানন প্রমুখ।

অনুদানের চেক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় ক্ষুদে গানরাজ তিলোত্তমা বিশ্বাসকে প্রধানমন্ত্রীর অনুদানের ৫ লাখ টাকার চেক দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তিলোত্তমা বিশ্বাসের বাবা নির্মল চন্দ্র বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি। এ সময় পৌর মেয়র এড. ওয়াহিদুজ্জামান সুজা, নাঈমুজ্জামান মুক্তা, বোদা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, হাসান মোস্তা ফিজুর রহমান রতন, আব্দুল মোত্তালেব, তিলোত্তমা বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২০ সালের ২৮ অক্টোবর তারাগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ তিলোত্তমা বিশ্বাস গুরুতর আহত হয়।

পোনা অবমুক্ত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার ৪১টি সরকারি/বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে গত রবিবার ৬১০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এর উদ্বোধন করেন সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের উপপরিচালক নারায়ণ চন্দ্র দাশ, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদ। সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিন রুমা, ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম, উপজেলা কৃষি অফিসার মো. মোছাদ্দেক হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, প্রেস ক্লাব ডুমুরিয়ার সভাপতি কাজী আবদুল্লাহ প্রমুখ।

অনুদান বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ফুলবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতিসেবীর মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে উপজেলার ১০ অসচ্ছল সাংস্কৃতিসেবীকে ২৫০০ টাকা করে অনুদান দেয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মানিক রতন, ইউপি চেয়ারম্যান আবু তাহের মণ্ডল, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন প্রমুখ।

স্কুল বেঞ্চ বিতরণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : ভেড়ামারা উপজেলায় বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ দেয়া হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার ও জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩১৬টি বেঞ্চ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্র্মকর্তা দীনেশ সরকার, উপজেলা শিক্ষা অফিসার ফারুক আহম্মেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।

উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নে এগিয়ে নেয়ার লক্ষ্যে ঠাকুরগাঁও?য়ে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে ব্লকবাটিকের বিভিন্ন প্রকারের উপকরণ সামগ্রী দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। গতকাল মঙ্গলবার গো?বিন্দনগরের সংস্থার নিজস্ব কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়। সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠা?নে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন, সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস প্রমুখ। এ সময় ২০ জন সুবিধাভোগী উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ধরনের উপকরণ সামগ্রী তুলে দেন অতিথিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়