১৩ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র আব্দুর রহিমের

আগের সংবাদ

প্রত্যাবাসনে বাধা চীন-রাশিয়া! বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক মহলও নিষ্ক্রিয়

পরের সংবাদ

বারিধারাকে হারিয়ে বদলা নিল শেখ রাসেল

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ২০২১ মৌসুমে প্রথম দেখায় শেখ রাসেলকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছিল উত্তর বারিধারা ক্লাব। গতকাল ফিরতি দেখায় ৫-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে বারিধারার বিপক্ষে মধুর প্রতিশোধ নিল শেখ রাসেল ক্রীড়া চক্র।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল ম্যাচের প্রথম থেকেই দুর্দান্ত ছিলেন শেখ রাসেলের ফুটবলাররা। একের পর এক আক্রমণে বারিধারাকে দিশাহারা করে সাইফুল বারির শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধেই চার বার বারিধারার জালে বল জড়ান শেখ রাসেলের ফুটবলাররা। ২৪ মিনিটে প্রতিপক্ষের জালে প্রথম আঘাতটি হানেন নাইজেরিয়ান স্ট্রাইকার অবি মনেকে।
এরপর ম্যাচের ৩৩ মিনিটে কিরগিজস্তানের স্ট্রাইকার বখতিয়ার দুশবেকভের গোলে ২-০ তে এগিয়ে যায় রাসেল। এর দুই মিনিট পরেই আবার রুমন হোসেনের জোরালো শটে ৩-০ গোলের লিড পায় দলটি। বিরতিতে যাওয়ার আগে অতিরিক্ত মিনিটে আবার গোল করে হালি পূরণ করেন বখতিয়ার।
বিরতির পর অবশ্য শেখ রাসেলের ফুটবলারদের তেমন একটা জ¦লে উঠতে দেখা যায়নি। কারণ যা করার তাতো প্রথমার্ধেই সেরে ফেলেন তারা। ম্যাচের ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন অবি মনেকে। এরপর বারিধারাকে আর লজ্জায় ডোবানোর চেষ্টা করেনি শেখ রাসেল। ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি পেয়ে এক গোল শোধ করেন বারিধারার সুমন রেজা। এরপর দুদলের আর কোনো ফুটবলার বল জালে না জড়ালে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ফলে চলতি বছরের ফেব্রুয়ারিতে বারিধারার বিপক্ষে ২-১ গোলে হারের প্রতিশোধ গতকাল ভালোভাবেই নিল শেখ রাসেল।
এদিকে মৌসুমটা ভালো কাটেনি শেখ রাসেলের। প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর লিগে তাদের অবস্থানও ৭ নম্বরে। সর্বশেষ ৫ ম্যাচের তিনটিতেই হার। দুই ম্যাচ হাতে থাকা শেখ রাসেলের ৩৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন পয়েন্ট টেবিলের ৭ নম্বরে।
এদিকে আজ মাঠে গড়াবে প্রিমিয়ার লিগের চারটি ম্যাচ। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দিনের অন্য ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ এফসি। অন্যদিকে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আরামবাগ লড়বে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।
ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। দিনের শেষ ম্যাচে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল মুখোমুখি হবে রহমতগঞ্জের বিপক্ষে। এদিকে এএফসি কাপে আজ বিকাল ৫টায় বসুন্ধরা কিংস মুখোমুখি হবে ভারতের জায়ান্ট ক্লাব মোহনবাগানের বিপক্ষে। এই ম্যাচে জয় পেলেই পরের পর্বে যেতে পারবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়