মানুষের কল্যাণ করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : সাক্ষাৎকারে শেখ হাসিনা

আগের সংবাদ

প্রশাসনের উচ্চপর্যায়ে বিভাজন! মাঠ প্রশাসনকে কেন্দ্রের বিশেষ নির্দেশনা : জানালেন মন্ত্রিপরিষদ সচিব

পরের সংবাদ

১৩ মার্চ : বাংলাদেশের পতাকা

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পরাধীন ব্রিটিশ-ভারত থেকে পাকিস্তানের কালো অধ্যায় পেরিয়ে জন্ম হয় বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের। এই মহান অর্জনের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের মোড় ঘোরানো নানা ঘটনা, যার কারিগর হিসেবে কেউ আখ্যায়িত হয়েছেন নায়কের অভিধায়; কেউবা আবির্ভূত হয়েছেন খলনায়কের চরিত্রে। ইতিহাসের বাঁকে বাঁকে সেসব ঘটনা ও তার নায়ক-খলনায়কদের কার কি ভূমিকা, তাই নিয়েই অধ্যাপক আবু সাইয়িদের গ্রন্থ ‘যেভাবে স্বাধীনতা পেলাম’। সম্প্রতি ভোরের কাগজ প্রকাশন থেকে বের হয়েছে বইটি। এ বই থেকে ধারাবাহিকভাবে প্রতিদিন কিছু অংশ তুলে ধরা হচ্ছে ভোরের কাগজের পাঠকদের জন্য।
ঢাকায় রেল স্টেশনে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবীরা যাত্রীদের ঘেরাও করে পশ্চিম পাকিস্তানের দালাল বলে অভিযুক্ত করে জেরা করত। কাকরাইলের কাছে এক সরকারি অফিসে দুই বোতল এসিড নিক্ষেপ করা হয়। ফলে সে অফিসে আগুন ধরে যায়।
যশোরে ডেপুটি কমিশনারের অফিসে পাকিস্তানের জাতীয় পতাকার জায়গায় বাংলাদেশের পতাকা উড়ানো হয়। কুমিল্লায় আওয়ামী লীগ নেতারা দুজন কয়েদির মুক্তির জন্য জেল ভাঙার হুমকি দেন। উল্লেখিত কয়েদি দুজনকে জাতীয় পতাকা পুড়িয়ে ফেলার জন্য শমসের নগরে গ্রেপ্তার করা হয়।
শেখ মুজিবুর রহমান পূর্বের সব নির্দেশ বাতিল করে দেন এবং ১৯৭১ সালের ১৫ মার্চ থেকে নতুন নির্দেশ সংবলিত এক কার্যক্রম ঘোষণা করেন। এর একটি নির্দেশে বলা হয় যে, ডেপুটি কমিশনার এবং মহকুমা হাকিমরা তাদের নিজ নিজ কর্তব্য ও দায়িত্ব পালনে স্ব-স্ব পর্যায়ে আওয়ামী লীগ সংগ্রাম পরিষদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবেন এবং সহযোগিতা করে কাজ করবেন।
আর একটি নির্দেশে বলা হয় যে, কাস্টম বিভাগ তার দায়িত্ব পালন করে যাবে এবং যে পরিমাণ কর ধার্য

করা হয়েছে, তা পুরো জমা দেয়া হলে মাল বের করতে অনুমতি দেবে। এই উদ্দেশ্যে ইস্টার্ন ব্যাংকিং করপোরেশন লি. এবং ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এ কাস্টম কালেক্টর দ্বারা পরিচালিত বিশেষ অ্যাকাউন্ট খুলতে হবে। কাস্টম কালেক্টররা আওয়ামী লীগের মাঝে মাঝে প্রকাশিত নির্দেশ অনুযায়ী এই অ্যাকাউন্টগুলো পরিচালনা করবেন। এভাবে যে কর আদায় হবে সেগুলো কেন্দ্রীয় সরকারের অ্যাকাউন্টে জমা করা হবে না।
আগামীকাল প্রকাশিত হবে
‘১৫ মার্চ : সেই নির্দেশগুলো’
‘যেভাবে স্বাধীনতা পেলাম’- বইটি পাওয়া যাচ্ছে ভোরের কাগজ প্রকাশনে (ভোরের কাগজ কার্যালয়, ৭০ শহীদ সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা)। এছাড়া নযড়ৎবৎশধমড়লঢ়ৎড়শধংযধহ.পড়স থেকেও সংগ্রহ করা যাবে। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়