মানুষের কল্যাণ করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : সাক্ষাৎকারে শেখ হাসিনা

আগের সংবাদ

প্রশাসনের উচ্চপর্যায়ে বিভাজন! মাঠ প্রশাসনকে কেন্দ্রের বিশেষ নির্দেশনা : জানালেন মন্ত্রিপরিষদ সচিব

পরের সংবাদ

আরো ১৩৯ মৃত্যু : নয় সপ্তাহ পর শনাক্তের হার ১৫%

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। করোনা পরিস্থিতি নিয়ে গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির তথ্য আনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৯ জনের। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮০৪ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। আর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ১২০ জনের মৃত্যু ও ৩ হাজার ৯৯১ জন রোগী শনাক্ত হয়েছিল। রোগী শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৭১ শতাংশ।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৩২টি পরীক্ষাগারে ৩১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে। সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫৩ জন। দেশে এ পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। নমুনা পরীক্ষা বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক শূন্য ২৯ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৩ শতাংশ।
সরকারি হিসাব অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৮২ জনের। এর মধ্যে ১৬ হাজার ৫৩৭ জন পুরুষ ও নারী ৮ হাজার ৭৪৫৮ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৬ লাখ ৪৯ হাজার ৫১৭ টি। ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন। সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।
২৪ ঘণ্টায় মৃত ১৩৯ জনের মধ্যে পুরুষ ৭২ জন আর নারী ৬৭ জন। সরকারি হাসপাতালে ১১৬ জন, বেসরকারি হাসপাতালে ১৯ জন এবং বাড়িতে ৪ জনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় নব্বই ঊর্ধ্ব ৪ জন, আশি ঊর্ধ্ব ৮ জন, সত্তরোর্ধ্ব ২৮ জন, ষাটোর্ধ্ব ৩১ জন, পঞ্চাশোর্ধ্ব ৩৭ জন, চল্লিশোর্ধ্ব ১৯ জন, ত্রিশোর্ধ্ব ৭ জন, বিশোর্ধ্ব ২ জন, দশোর্ধ্ব ৩ জন। বিভাগ বিবেচনায় ঢাকা বিভাগের ৩৮ জন, চট্টগ্রামের ৩১ জন, রাজশাহীর ১৫ জন, খুলনা বিভাগের ১৭ জন, বরিশাল বিভাগের ৮ জন, সিলেট বিভাগের ১২ জন, রংপুর বিভাগের ৮ জন আর ময়মনসিংহ বিভাগের ১০ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়