অভিনন্দন জানাল প্রজ্ঞা : রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের অযোগ্য তামাক কোম্পানি

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি গায়েব, তদারকি নেই : গণপরিবহন, দোকান, কাঁচাবাজার, বিনোদন কেন্দ্রে চলাচল স্বাভাবিক

পরের সংবাদ

দেওয়ানগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা পেল দুস্থরা

প্রকাশিত: আগস্ট ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : দেওয়ানগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুর কোনাবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী সেলিম জে কে সার্বিক সহযোগিতায় ও শাখাওয়াত হোসাইনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
জানা গেছে, এলাকা দরিদ্র ও অসহায় পরিবার চক্ষু রোগীদের জন্য চক্ষু চিকিৎসার আয়োজন করেন সমাজসেবকও বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মিয়া জে কে। নিজ অর্থায়নে জামালপুর ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হাসপাতাল ব্যবস্থাপনায় ডাক্তার নিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুরজ্জামান। আলোচনা সভায় আ. মজিদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সেলিম মিয়া জে কে, ডা. আক্তার ফারুক, প্রোগ্রাম অফিসার আতাউর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়