মির্জা ফখরুল : জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার মানুষ বিশ্বাস করে না

আগের সংবাদ

বিলুপ্তির পথে সোনাগাজীর ঐতিহ্য ‘পানের বরজ’

পরের সংবাদ

৭ মার্চ : ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পরাধীন ব্রিটিশ-ভারত থেকে পাকিস্তানের কালো অধ্যায় পেরিয়ে জন্ম হয় বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের। এই মহান অর্জনের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের মোড় ঘোরানো নানা ঘটনা, যার কারিগর হিসেবে কেউ আখ্যায়িত হয়েছেন নায়কের অভিধায়; কেউবা আবির্ভূত হয়েছেন খলনায়কের চরিত্রে। ইতিহাসের বাঁকে বাঁকে সেসব ঘটনা ও তার নায়ক-খলনায়কদের কার কি ভূমিকা, তাই নিয়েই অধ্যাপক আবু সাইয়িদের গ্রন্থ ‘যেভাবে স্বাধীনতা পেলাম’। সম্প্রতি ভোরের কাগজ প্রকাশন থেকে বের হয়েছে বইটি। এ বই থেকে ধারাবাহিকভাবে প্রতিদিন কিছু অংশ তুলে ধরা হচ্ছে ভোরের কাগজের পাঠকদের জন্য।
শেখ মুজিবুর রহমান একটি প্রতিদ্ব›দ্বী সরকার চালাবার কথা ঘোষণা করেন এবং আনুষ্ঠানিকভাবে কয়েকটি নির্দেশ জারি করেন। অহিংস এবং অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যে তিনি সপ্তাহব্যাপী এক কর্মসূচি প্রকাশ করেন। (২ মার্চ শুরু হয়েছিল)। কার্যসূচির অন্তর্ভুক্ত ছিল –
০১. কর না দেয়ার আন্দোলন
০২. সারা বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সরকার ও আধা সরকারি অফিসগুলো, হাইকোর্ট এবং অন্যান্য কোর্ট বন্ধ করে দেয়া।
০৩. রেডিও, টেলিভিশন এবং সংবাদসমূহকে আওয়ামী লীগের কর্মপন্থা অনুযায়ী নির্দেশ দেয়া হলো এবং জানানো হলো যে, এ নির্দেশ অমান্য করলে মনে করা হবে যে এই সব প্রতিষ্ঠানসমূহে কর্মরত বাঙালিরা সহযোগিতা করছেন না।
০৪. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে টেলিযোগাযোগ বন্ধ করা হলো।
০৫. এক নির্দেশে বলা হলো- স্টেট ব্যাংক বা অন্য কোনো কিছুর মাধ্যমে পশ্চিম পাকিস্তানে টাকা পয়সা পাঠানো যাবে না।
০৬. আর এক নির্দেশে বিশেষ করে উল্লেখ করা হলো যে, প্রত্যেক ইউনিয়ন, মহল্লা, থানা, মহকুমা এবং জেলায় আওয়ামী লীগ ইউনিটের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠন করা হবে।
শহরের বিভিন্ন এলাকা থেকে খবর পাওয়া যায় যে, আওয়ামী লীগ ছাত্রদলরা জোর করে জিপ, পিকআপ এবং মাইক্রোবাস নিয়ে যাচ্ছে। যশোর জেলার বারগানায় পাকিস্তানের পতাকা পুড়ে ফেলা হলো।
৮ মার্চ : অস্ত্র সংগ্রহের হিড়িক : ঢাকায় যাদের লাইসেন্স রয়েছে তাদের কাছ থেকে জোর জবরদস্তি আওয়ামী লীগ স্বেচ্ছাসেবীরা অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করতে লাগল।

পূর্ব পাকিস্তানের অন্যান্য শহরেও অনুরূপ ঘটনার খবর পাওয়া যায়। আওয়ামী লীগ সারা প্রদেশজুড়ে মিটিং এবং উন্মত্ত মিছিলের ব্যবস্থা করল। জাতীয়তাবাদ এবং পাকিস্তানবিরোধী সেøাগান ছিল তাদের মুখে। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি মি. তাজউদ্দীন আহমদ শেখ মুজিবুর রহমানের কতগুলো নির্দেশ ঘোষণা করলেন। এর মধ্যে ছিল স্টেট ব্যাংক বা অন্য কোনোভাবে বাংলাদেশের বাইরে টাকা পাঠানো যাবে না।
আগামীকাল প্রকাশিত হবে
‘৯ মার্চ : তল্লাশী ফাঁড়ি’
‘যেভাবে স্বাধীনতা পেলাম’- বইটি পাওয়া যাচ্ছে ভোরের কাগজ প্রকাশনে (ভোরের কাগজ কার্যালয়, ৭০ শহীদ সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা)। এ ছাড়া সংগ্রহ করা যাবে নযড়ৎবৎশধমড়লঢ়ৎড়শধংযধহ.পড়স থেকেও। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়