মির্জা ফখরুল : জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার মানুষ বিশ্বাস করে না

আগের সংবাদ

বিলুপ্তির পথে সোনাগাজীর ঐতিহ্য ‘পানের বরজ’

পরের সংবাদ

৩০ লাখ টাকার ক্ষতি : নন্দীগ্রামে আগুনে পুড়ল ২ দোকান

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম উপজেলার চাকলমা এলাকায় আগুন লেগে দুটি দোকানঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন তারা। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
গত বুধবার রাত ২টার দিকে ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা বাজার এলাকার মো. আশরাফ আলীর ভাই-ভাই ট্রেডার্সের মুদির দোকান ও আকিফা ট্রেডার্সের মালিক মো. আমিনুল ইসলামের কীটনাশক-সার, বীজের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দুটি টিনসেট দোকানঘর পুড়ে সার, কীটনাশক, ধানবীজ, মুদির দোকানের খাবার জিনিসপত্রসহ প্রায় ২৫-৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিকরা।
জানা যায়, হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো দুটি দোকানঘরে আগুন ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণের পূর্বেই দুটি দোকানঘরের সব মালামাল পুড়ে যায়। নন্দীগ্রাম ফায়ার স্টেশনের সাব-অফিসার কহির উদ্দিন দেওয়ান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হতাহতের ঘটনা ঘটেনি। তবে আনুমানিক দুটি দোকানঘরের মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়