মির্জা ফখরুল : জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার মানুষ বিশ্বাস করে না

আগের সংবাদ

বিলুপ্তির পথে সোনাগাজীর ঐতিহ্য ‘পানের বরজ’

পরের সংবাদ

মুরাদনগরে অস্ত্রসহ তিন ডাকাত আটক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : মুরাদনগরে দেশীয় অস্ত্রসহ আটক ৩ ডাকাতকে আদালতের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ওই ডাকাতদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার ৮নং আমলি আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার জাহাপুর, ছালিয়াকান্দি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অবরোধ করে রাস্তা ও বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছিল। মঙ্গলবার রাতে সুবিলারচর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সাড়াশি অভিযান চালায়। পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- জেলার তিতাস উপজেলার বড়মাছিমপুর গ্রামের আব্দুল মতিন ভান্ডারির ছেলে মেহেদী মামুন (৩৬), তার সহযোগী একই গ্রামের জাকির হোসেনের ছেলে রিপন হোসেন (২৯) ও নারান্দিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে রকিবুল মিয়া (২৩)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়