মির্জা ফখরুল : জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার মানুষ বিশ্বাস করে না

আগের সংবাদ

বিলুপ্তির পথে সোনাগাজীর ঐতিহ্য ‘পানের বরজ’

পরের সংবাদ

চাটখিল ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি : জেলার চাটখিল উপজেলা ছাত্রলীগ কমিটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত বুধবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চাটখিল উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিতের বিষয়টি জানানো হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী জেলা শাখা কর্তৃক গত ২৯ জুলাই ঘোষিত চাটখিল উপজেলা শাখার বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। সেই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে চাটখিল উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে আনীত অভিযোগের লিখিত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে ডাকযোগে এবং ই-মেইলে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কার্যক্রম স্থগিতের একটি প্রেস বিজ্ঞপ্তি তিনি সামাজিক মাধ্যমে দেখেছেন। তবে কেন্দ্র থেকে তারা এখনো কোনো চিঠি পাননি। কি অভিযোগের আলোকে চাটখিল উপজেলা ছত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে এ বিষয়ে প্রেস বিজ্ঞতিতে কিছুই বলা হয়নি।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২টি অভিযোগের আলোকে চাটখিল উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। সর্বশেষ একটি জাতীয় দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও রয়েছে চাটখিল উপজেলা ছাত্রলীগ কমিটির নেতাদের বিরুদ্ধে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়