সিরিজ বোমা হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

আগের সংবাদ

ঝুঁকিতে উদারপন্থি ও নারীরা : শরিয়া আইনে দেশ চালানোর ঘোষণা তালেবান প্রশাসনের, তালেবানবিরোধী বিক্ষোভ বিভিন্ন শহরে

পরের সংবাদ

সিরিজ বোমা হামলায় নিহতদের স্মরণ

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সারাদেশ ডেস্ক : ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা করেছিল জঙ্গিরা। এরই প্রতিবাদে গত মঙ্গলবার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। এর মধ্যে রয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
নোয়াখালী : বোমা হামলায় নিহত শহীদদের স্মরণে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম। সভায় শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, জেলা আওয়ামী লীগ নেতা নাজমুর শাকিব পারভেজ প্রমুখ। এছাড়াও সিরিজ বোমা হামলায় নিহত শহীদদের স্মরণে নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেন।
ক্ষেতলাল (জয়পুরহাট) : উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে ও ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুল আরশ শুভর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল, পৌর মেয়র সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর প্রমুখ।
সোনাগাজী (ফেনী) : উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রফেসর মফিজুল হকের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শাহাদাত হোসেন জুয়েলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল প্রমুখ। আলোচনা সভা শেষে নিহত দলীয় নেতাকর্মীদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
কালাই (জয়পুরহাট) : উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠান হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানা, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর মণ্ডল, উদয়পুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম নয়ন চৌধুরী, আহম্মেদাবাদ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিনজুনুর রহমান এলিন, উপজেলা আওয়ামতী লীগ নেতা আব্দুর রাজ্জাক খান, মাত্রাই ইউপি আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রতœা রশিদ, সাধারণ সম্পাদক মেরী আকতার, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি সানোয়ার হোসেন সানা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুল ইসলাম তৌহিদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়