সিরিজ বোমা হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

আগের সংবাদ

ঝুঁকিতে উদারপন্থি ও নারীরা : শরিয়া আইনে দেশ চালানোর ঘোষণা তালেবান প্রশাসনের, তালেবানবিরোধী বিক্ষোভ বিভিন্ন শহরে

পরের সংবাদ

সিংগাইর বাজারে পুড়ে গেছে চার দোকান

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : সিংগাইর উপজেলার সিংগাইর পৌর বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাজারের তিন রাস্তার মোড়ের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব?্যবসায়ীরা হলেন উপজেলার সিংগাইর পৌর এলাকার মধ্য সিংগাইরের মঞ্জু (৫০), চর আজিমপুর গ্রামের আনিছুর রহমান (৫৫), আব্দুল বারেক (৫০), আঙ্গারিয়া মহল্লার বিজয় (৩৫)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ২টা দিকে হঠাৎ মঞ্জু মিয়ার সারের গুদামে আগুন দেখতে পায় বাজারের পাহারাদার। আগুন দেখে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। এ সময়ের মধ্যেই ৪টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনে। এতে পাশের ব?্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আগুন থেকে রক্ষা পায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান, অগ্নিকাণ্ডের সূত্র নিশ্চিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব?্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়