সিরিজ বোমা হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

আগের সংবাদ

ঝুঁকিতে উদারপন্থি ও নারীরা : শরিয়া আইনে দেশ চালানোর ঘোষণা তালেবান প্রশাসনের, তালেবানবিরোধী বিক্ষোভ বিভিন্ন শহরে

পরের সংবাদ

গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হয় না

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে কঠোর বিধিনিষেধের পর সরকার মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির দিকে তাকিয়ে ১১ আগস্ট থেকে গণপরিবহনসহ প্রায় সবকিছু খুলে দিয়েছে। বলা হয়েছে, সড়কপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন চলবে। কিন্তু রাস্তায় তার চিত্র ভিন্ন। দেখা যাচ্ছে, গাড়ি শ্রমিকরা বাড়তি ভাড়ার পাশাপাশি সিট ছাড়াও অতিরিক্ত যাত্রী তুলছে। এত পরিমাণ যাত্রী তুলছে যে, গাড়ির ভেতরে পা রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। এতে করে করোনাকালীন এ সময়ে গাড়ির ভেতরে স্বাস্থ্যবিধি মানার কোনো উপায় থাকছে না। তা ছাড়া বর্তমানে গাড়ি শ্রমিকদের মাস্ক ব্যবহারে বেশ উদাসীনতা লক্ষ্য করা গেছে। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি বজায় রাখা তো দূরে থাক, অধিকাংশ গাড়ি শ্রমিকদের মুখে মাস্ক নেই। যেটা আরো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সম্ভাবনা দেখা দিচ্ছে। নীতিনির্ধারণী মহল থেকে নিয়ম লঙ্ঘনকারী বাস অপারেটর ও মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হচ্ছে। কিন্তু বাস্তবে তার প্রতিফলন নেই। এজন্য সবকিছু বিবেচনা করে গণপরিবহন ছেড়ে দিলেও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি।
রিয়াদ হোসেন
শিক্ষার্থী, সরকারি বিএল কলেজ, খুলনা।
[email protected]

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়