অক্সিজেন ঘাটতি নিয়ে রওশন এরশাদ আইসিইউতে

আগের সংবাদ

এবার লক্ষ্য কূটনৈতিক জয় : তালেবানের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপ >> চ্যালেঞ্জের মুখে ভারত

পরের সংবাদ

নওগাঁয় দুস্থদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ১৬ বিজিবির উদ্যোগে ও বিদ্যানন্দন ফাউন্ডেশনের সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নওগাঁ সীমান্ত পাবলিক স্কুল মাঠে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৬ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএমজি। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি।

কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, করোনা ভাইরাসের প্রথম থেকে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা রোধে কর্মহীন হয়ে পড়া সীমান্তের অসহায় ও দুস্থদের সহযোগিতায় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়